Studymamu এর GK Bengali (জি. কে. বাংলা) বিভাগে আপনাকে স্বাগতম। Studymamu হল General Knowladge in Bengali (সাধারণ জ্ঞান), সাধারণ অধ্যয়ন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং WBPSC, SSC, Railways Group D, WBP এর প্রস্তুতির জন্য ভারতের Independent Learning WEBSITE.
General Knowladge in Bengali
ভারতের বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম এবং দীর্ঘতম
23. ভারতের বৃহত্তম প্ল্যানেটরিয়াম ?
উত্তরঃ বিড়লা প্ল্যানেটরিয়াম (কলকাতা)
24. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা ?
উত্তরঃ আলিপুর জুলজিক্যাল গার্ডেন (কলকাতা)
25. ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান ?
উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর (হাওড়া)
26. ভারতের বৃহত্তম বদ্বীপ ?
উত্তরঃ সুন্দরবন
27. ভারতের বৃহত্তম বাঁধ ?
উত্তরঃ তেহরি বাঁধ (উত্তরাঞ্চল)
28. ভারতের বৃহত্তম গ্রন্থাগার ?
উত্তরঃ ন্যাশনাল লাইব্রেরি (কলকাতা)
29. ভারতের বৃহত্তম পর্বতমালা ?
উত্তরঃ হিমালয় পর্বতমালা
30. ভারতের দীর্ঘতম সেতু (সড়ক সেতু) ?
উত্তরঃ পি এন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে (হায়দ্রাবাদ)
31. ভারতের বৃহত্তম বিমানবন্দর ?
উত্তরঃ ছাত্রপতি শিবাজি ইন্টার্নেশনাল এয়ারপর্ট (মুম্বাই)
32. ভারতের বৃহত্তম স্টেডিয়াম ?
উত্তরঃ
33. ভারতের উচ্চতম দরজা ?
উত্তরঃ বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি (আগ্রা উত্তর প্রদেশ)
34. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ ?
উত্তরঃ উলার (কাশ্মীর)
35. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ ?
উত্তরঃ সম্ভুর (রাজস্থান)
36. ভারতের বৃহত্তম মানুষ্য নির্মিত হ্রদ ?
উত্তরঃ গোবিন্দ বল্লভপন্থ সাগর (উত্তর প্রদেশ)
37. ভারতের বৃহত্তম উপহ্রদ ?
উত্তরঃ চিলকা (ওডিয়া)
38. ভারতের উচ্চতম হ্রদ ?
উত্তরঃ ছো লামো (সিকিম)
39. ভারতের বৃহত্তম মসজিদ ?
উত্তরঃ জামা মসজিদ (দিল্লি)
40. ভারতের বৃহত্তম মন্দির ?
উত্তরঃ শ্রী রঙ্গনাথস্বামী মন্দির (তামিলনাডু)
41. ভারতের বৃহত্তম গম্বুজ ?
উত্তরঃ গোল গম্বুজ (বিজাপুর)
42. ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন ?
উত্তরঃ ভিক্টোরিয়া টার্মিনাস (মুম্বাই)
43. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ?
উত্তরঃ গোরখপুর
44. ভারতের দীর্ঘতম নদী ?
উত্তরঃ গঙ্গা (2525 কিমি)
Leave a reply
You must login or register to add a new comment .