ভারতের প্রথম পুরুষ
(India’s First Man GK)
প্রথম পুরুষ | নাম |
---|---|
গভর্নর জেনারেল | ওয়ারেন হেস্টিংস |
ভাইসরয় | লর্ড ক্যানিং |
জাতীয় কংগ্রেসের সভাপতি | উমেশচন্দ্র ব্যানার্জি |
জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি | বদরুদ্দিন তৈয়াবজি |
স্বাধীন ভারতের গভর্নর জেনারেল | লর্ড মাউন্টব্যাটেন |
স্বাধীন ভারতের গভর্নর জেনারেল (ভারতীয়) | চক্রবর্তী রাজা গোপালাচারী |
আই সি এস উত্তীর্ণ | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
আই পি এস অফিসার | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি | ড. রাজেন্দ্র প্রসাদ |
স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী | পন্ডিত জওহরলাল নেহেরু |
নোবেল পুরস্কার প্রাপক | রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩) |
মুসলিম রাষ্ট্রপতি | ড. জাকির হুসেন |
শিক রাষ্ট্রপতি | জ্ঞানী জৈল সিং |
মহাকাশচারী | রাকেশ শর্মা (১৯৮৪) |
আন্তর্জাতিক আদালতের বিচারপতি | বেনেগাল নরসিংহ রাও (১৯৫২) |
ভারতরত্ন পুরস্কার প্রাপক | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি রাজাগোপালাচারী ও ড. সি ভি রমন |
অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী/ পুরো মেয়াদ শেষ করার আগেই পদত্যাগী প্রধানমন্ত্রী | মোরারজি দেশাই |
স্বাধীন ভারতের ভারতীয় commander-in-chief | জেনারেল কে এম কারিয়াপ্পা |
ফিল্ড মার্শাল | জেনারেল মানেকশ |
প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু | সি ইন আন্নাদুরাই |
রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু | ড. জাকির হুসেন |
সংসদে অংশগ্রহণ না করা প্রধানমন্ত্রী | চরণ সিং |
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু | মিহির সেন (১৯৫৮) |
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক | জি শংকর কুরুপ |
লোকসভার অধ্যক্ষ | জি ভি মাভলাঙ্কার |
লোকসভার বিরোধী দলনেতা | ওবাই বি চ্যবন |
উপরাষ্ট্রপতি | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ |
শিক্ষা মন্ত্রী | মৌলানা আবুল কালাম আজাদ |
উপপ্রধানমন্ত্রী / স্বরাষ্ট্রমন্ত্রী | সর্দার বল্লভ ভাই প্যাটেল |
চিফ অফ দা আর্মি স্টাফ | জেনারেল মহারাজ শ্রী রাজেন্দ্র সিংহ জি জাডেজা |
ভারতীয় এয়ার চিফ মার্শাল | এয়ার মার্শাল সুব্রত মুখার্জি |
চিফ অফ দা নাভাল স্টাফ | ভাইস অ্যাডমিরাল রামদাস কাটারি |
পরমবীর চক্র প্রাপক | মেজর সোমনাথ শর্মা |
নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানী | ড. সি ভি রমন (পদার্থবিদ্যায় 1930 সালে) |
মুখ্য নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
ম্যাগসেসে পুরস্কার বিজেতা | আচার্য্য বিনোবা ভাবে (১৯৫৮) |
চৈনিক পরিব্রাজক | ফা হিয়েন |
প্রধান বিচারপতি | হরিলাল জে কানিয়া |
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা মন্ত্রী | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় |
ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি | খান আবদুল গফফর খান (১৯৮৭) |
অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট আরোহণকারী | শেরপা ফুল দোরজি |
অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক | অমর্ত্য সেন (১৯৯৮) |
ভারতীয় বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপক | কৈলাস সত্যার্থী |
ভারতীয় পাইলট | জি আর ডি টাটা (১৯২৯) |
আন্টার্টিকা বিজয়ী | লেফটেন্যান্ট রামচরণ (১৯৬০) |
দু-বার মাউন্ট এভারেস্টে আরোহণকারী | নাওয়াং গোমবু |
দক্ষিণ মেরু বিজয়ী | কর্নেল জে কে বাজাজ |
উত্তর মেরু বিজয়ী | জগন্নাথ শ্রীনিবাসারাঘবন |
ভারতে আসা আমেরিকার রাষ্ট্রপতি | ডোয়াইট বি আইসেনহাওয়ার (১৯৫৯) |
ভারতে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী | হ্যারল্ড ম্যাকমিলান |
বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতা | উইলসন জোনস |
ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি | কে আর নারায়ণন (১০ তম) |
মহাকাশ পর্যটক | সন্তোষ জর্জ কুলাঙ্গারা |
অস্কার পুরস্কার প্রাপক / ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক | সত্যজিৎ রায় |
অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক | মেহবুব খান (১৯৫৭, মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য) |
অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার | রাসুল পুকুট্টি (২০০৯, স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য) |
অস্কার পুরস্কার প্রাপক সুরকার (দুটি অস্কার) | এ আর রহমান ২০০৯, স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য) |
ফর্মুলা ওয়ান গাড়িচালক | নারায়ন কার্তিকেয়ন |
মিস্টার ইউনিভার্স | মনোতোষ রায় |
মিস্টার ওয়ার্ল্ড | রহিত খান্ডেলওয়াল |
অলিম্পিক পদকজয়ী (ব্রঞ্চ) | কে ডি যাদব (১৯৫২, কুস্তি) |
অলিম্পিক পদকজয়ী (রুপো) | রাজ্যবর্ধন সিং রাঠোর (২০০৪ , ডাবল ট্রাপ শুটিং) |
অলিম্পিক পদকজয়ী (সোনা) | অভিনব বিন্দ্রা (২০০৮, ১০ মিটার এয়ার রাইফেল) |
টেস্ট ক্রিকেট অধিনায়ক | সি কে নাইডু (১৯৩২) |
ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক | অজিত ওয়াদেকর |
টেস্ট ক্রিকেটে শতরানকারী | লালা অমরনাথ |
ওয়ান ডে ক্রিকেটে শতরানকারী | কপিল দেব |
ওয়ান ডি ক্রিকেটে দ্বি-শতরানকারী | সচিন তেন্ডুলকার |
টেস্ট ক্রিকেটে ত্রি-শতরানকারী | বীরেন্দ্র শাহবাগ |
টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী | হরভজন সিং |
ওয়ান ডি ক্রিকেটে হ্যাট্রিককারী | চেতন শর্মা |
Read also :- India’s First Woman (ভারতের প্রথম মহিলা)
প্রতিদিন আপডেট (Updated) থাকার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন Visit করুন। অথবা আমাদের ওয়েবসাইটের নিচে বেল আইকন এ ক্লিক করে STUDYMAMU কে সাবস্ক্রাইব করুন। অথবা আমাদের Web App ইনস্টল করুন। যদি আমাদের Web App ইনস্টল করার নোটিফিকেশন শো না হয় তাহলে Chrome Browser এর ওপরে থ্রী ডট এ ক্লিক করুন। তারপর ইনস্টল আপা এ ক্লিক করে আমাদের Web App ইনস্টল করুন।
Web App ইনস্টল সম্পর্ণ হলে আপনার মোবাইল এর Home স্ক্রিনে StudyMamu app এর Logo শো হবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট www.studymamu.com এ ডাইরেক্ট Visit করতে পারবেন।
Leave a reply
You must login or register to add a new comment .