বর্ধমান জেলার পূর্ব রেলপথের ওপর দামোদর নদের তীরে কুলটি এবং বার্নপুরে দুটি বড়ো আকারের লৌহ-ইস্পাত কারখানা অবস্থিত। কুলটিতে 1870 সালে এবং বার্নপুরে 1919 সালে কারখানা দুটি স্থাপিত হয়। এই দুটি কারখানাকে একত্রে বলা হয় Indian Iron and Steel Company বা সংক্ষেপে IISCO বলা হয়। বর্তমানে এটি SAIL নামক সরকারি সংস্থার পরিচালনাধীন।
ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল কোম্পানি গড়ে ওঠার কারণ
- নিকটবর্তী রানিগঞ্জ ও ঝরিয়া কয়লাখনি থেকে কয়লার প্রাপ্তি ,
- ঝাড়খণ্ডের নোয়ামুণ্ডি , গুয়া এবং ওডিশার গোরুমহিষানী , বাদামপাহাড় থেকে লৌহ আকরিকের জোগান ,
- ওডিশার বীরমিত্রপুরের চুনাপাথর এবং গাংপুর থেকে ম্যাঙ্গানিজ ও ডলোমাইটের প্রাপ্তির সুবিধা , দামোদর এবং বরাকর নদীর জলের সহজলভ্যতা ,
- দুর্গাপুর , মেজিয়ার তাপবিদ্যুৎ পাওয়ার সুবিধা , ইত্যাদি।
- এ ছাড়া সহজলভ্য , দক্ষ এবং স্থানীয় শ্রমিক , পরিবহণের সুবিধা , সংলগ্ন বাজার , চাহিদা ইত্যাদি কারণেও এই লোহা ও ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে।
Leave a reply
You must login or register to add a new comment .