১৯২৮ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সর্বদলীয় সম্মেলনে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের জন্য জিন্না কতকগুলি দাবি বেশ করেন। কিন্তু তাঁর দাবিগুলি অস্বীকৃত হয়। এরপর ১৯২৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে নিখিল ভারত মুসলিম সম্মেলনে জিন্না চৌদ্দ-দফা দাবি উত্থাপন করেন।
মহম্মদ আলি জিন্নার চৌদ্দ-দফা দাবিসমূহ
১) ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা প্রবর্তন।
২)প্রদেশগুলিতে একই ধরনের স্বায়ত্তশাসন প্রবর্তন।
৩) প্রতিটি আইনসভায় মুসলিম সম্প্রদায়ের জন্য উপযুক্ত সংখ্যক প্রতিনিধিত্বের সুযােগ।
8) কেন্দ্রীয় আইনসভায় এক-তৃতীয়াংশ আসন মুসলিমদের জন্য সংরক্ষণ।
৫) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি অনুমােদন।
৬) পাঞ্জাব, বাংলা ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বজায়।
9) সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা।
৮) কোনাে আইনসভার কোনাে সম্প্রদায়ের এক-চতুর্থাংশ কোনাে বিলের বিরােধিতা করলে তা প্রত্যাহার।
৯) সিন্ধুপ্রদেশকে বােম্বাই থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন প্রদেশ গঠন।
১০) বেলুচিস্তান ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে সাংবিধানিক সংস্কার।
১১) কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভার এক-তৃতীয়াংশ মুসলিম সদস্য নিয়ােগ।
১২)মুসলিমদের সংস্কৃতি, শিক্ষা ও সাহিত্যের সংরক্ষণ ও উন্নয়ন।
১৩)প্রাদেশিক আইনসভার অনুমতি ভিন্ন সাংবিধানিক পরিবর্তন না করা।
১৪) রাজ্যগুলিতে ও স্থানীয় সংস্থাগুলিতে মুসলিমদের জন্য পদ সংরক্ষণ।
Leave a reply
You must login or register to add a new comment .