পরিবেশের ওপর বর্জ্য পদার্থ বেশ কয়েকটি উপায়ে বিস্তার করে থাকে। যেমন—
- পরিবেশের বর্জ্য পদার্থ জলদূষণ, ভূমিদূষণ ও বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দেয় ফলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়।
- জৈব পদার্থ থেকে নির্গত গ্যাস ও পচনশীল বস্তু থেকে নির্গত পদার্থ বায়ু দূষণের পাশাপাশি ভূমি দূষণ ও ঘটিয়ে থাকে।
- হাসপাতালের ও নার্সিংহোমের বর্জ্য পরিবেশে বিভিন্ন সংক্রামক ব্যাধির জীবাণু ছড়িয়ে দেয়। ফলে পরিবেশের স্থিতিশীলতা নষ্ট হয়।
- গৃহস্থালী ও কলকারখানার অব্যবহৃত বর্জ্য পুকুর, জলাশয়ে পড়ে বাস্তুতন্ত্রের ক্ষতিসাধন করে।
- গাড়ির টায়ার, ভাঙা কলশি, চায়ের কাপ, প্রভৃতিতে জল জমে মশার লার্ভা সৃষ্টি করে।
- বর্জ্য পদার্থের প্রভাব বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করে, ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন বর্জ্যের আস্তরণ মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়। ফলে কৃষিজমির ওপর কৃষির ওপর প্রভাব পড়ে।
Leave a reply
You must login or register to add a new comment .