তালিকোটার যুদ্ধের গুরুত্ব দিল্লির সুলতান মহম্মদ বিন তুঘলকের রাজত্বের শেষদিকে দক্ষিণ ভারতে। বিজয়নগর (১৩৩৬ খ্রি.) নামে একটি হিন্দু রাজ্য এবং বাহমনি (১৩৪৭ খ্রি.) নামে। একটি মুসলিম রাজ্যের উত্থান ঘটে। এই রাজ্য দুটির মধ্যে ১৫৬৫ খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ ...
Continue readingবিজয়নগর-বাহমনি সংঘর্ষে ধর্মের কী ভূমিকা ছিল?
বিজয়নগর-বাহমনি সংঘর্ষে ধর্মের ভূমিকা মধ্যযুগে দাক্ষিণাত্যে ১৩৩৬ খ্রিস্টাব্দে বিজয়নগর নামে একটি হিন্দু রাষ্ট্রের এবং ১৩৪৭ খ্রিস্টাব্দে বাহমনি নামে একটি মুসলিম রাষ্ট্রের উত্থান ঘটে। পরস্পরবিরােধী এই দুটি প্রতিবেশী রাজ্য নানা কারণে দীর্ঘস্থায়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এই ...
Continue readingমারাঠা শক্তির পতনের কারণ উল্লেখ করাে।
মারাঠা শক্তির পতনের কারণ ১৭৬১ খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধের পর মারাঠা শক্তি পুনরুত্থান শুরু হয়। উত্তর ও দক্ষিণ ভারতের এক বিশাল অংশে মারাঠা প্রভূত্ব প্রতিষ্ঠিত হয়— এমনকী স্বয়ং মােগল সম্রাটও তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ইংরেজদের আবির্ভাবে ...
Continue readingটিপু সুলতান কে ? টিপুর সাথে ইংরেজদের সম্পর্ক কেমন ছিল ?
টিপু সুলতান এর পরিচয় টিপু সুলতান ছিলেন মহীশূরের স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা হায়দার আলির পুত্র। টিপু নিজে বুঝেছিলেন যে সুযােগ পেলেই ক্ষমতার লােভে ইংরেজরা মহীশূরের ওপর আঘাতহানবে। তাই তিনি কোনাে মতেই সচুতুর ইংরেজকে বিশ্বাস। করতেন ‘মহীশূরের বাঘ’নামে পরিচিত ...
Continue readingকোল বিদ্রোহ (১৮৩২ খ্রিঃ) এর ওপর সংক্ষিপ্ত আলােচনা করাে।
কোল বিদ্রোহ বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দরাই মানকি ও সুই মুন্ডা প্রমুখের নেতৃত্বে ১৮৩২ খ্রিস্টাব্দে রাঁচি জেলায় কোম্পানির খাজনা বৃদ্ধি ও অত্যাচারের বিরুদ্ধে কোলরা যেবিদ্রোহ ঘােষণা করেছিল ইতিহাসে তা কোল বিদ্রোহ নামে পরিচিত। চার্লস। মেটকাফের সেক্রেটারি ...
Continue readingঅবশিল্পায়নের কারণগুলি কী ছিল তা সংক্ষেপে বর্ণনা করাে।
অবশিল্পায়ন শব্দটি শিল্পের অধঃপতনকেই বােঝায়। অবশিল্পায়ন হল শিল্পায়নের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ শিল্পের ধ্বংসসাধন। ডেনিয়েল থর্নাতরের মতে- শিল্পে নিয়ােজিত জনসংখ্যার ক্রমহ্রাসমানতা হল অবশিল্পায়ন (.... a decline in the proportion of the working population englaged in secondary in-dustry') অবশিল্পায়নের ...
Continue readingহায়দার আলির উত্থান ও কৃতিত্ব আলােচনা করাে।
হায়দার আলির উত্থান ও কৃতিত্ব হায়দার আলি ছিলেন একজন সুদক্ষ বীর যােদ্ধা। সাধারণ এক অশ্বারােহী সৈনিক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। প্রথমে মহীশূরের দুর্বল ওয়াদিয়ার নামের হিন্দু রাজবংশের উচ্ছেদ ঘটিয়ে এবং পরে মহীশূরের দেওয়ান খন্দেরাওকে অপসারণ ...
Continue reading১৭৬৫ খ্রিঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর দেওয়ানি লাভের গুরুত্ব লেখাে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর দেওয়ানি লাভের গুরুত্ব পলাশি ও বক্সারের যুদ্ধ জয়ের পর দেওয়ানি লাভ করে (১৭৬৫ খ্রিঃ, ৩০ সেপ্টেম্বর) বাংলার রাজনীতিতে কোম্পানির কর্তৃত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। পার্সিভ্যাল স্পিয়ারের মতে, এই সময় থেকেই শুরু হয় মুমতাহীন দায়িত্ব ও ...
Continue readingবিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলােচনা করাে।
বিজয়নগরের সামাজিক জীবন বিজয়নগরে বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশি পর্যটক আসেন। তাদের মধ্যে উল্লেখযােগ্য হলেন পায়েজ, নুনিজ, বারবােসা, নিকোলাে কন্টি, আবদুর রাজ্জাক প্রমুখ। তারা বিজয়নগরের তৎকালীন সমাজ, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি বিভিন্ন বিষয়ে তাদের বিবরণে আলােচনা করেছেন।সমকালীন বিদেশি পর্যটকদের ...
Continue readingরাজা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব আলােচনা করাে।
রাজা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব বীর নরসিংহের পর তার ভাই কৃষ্ণদেব রায় ১৫০৯ খ্রিস্টাব্দে বিজয়নগরের সিংহাসনে বসেন। তিনি ছিলেন তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা, সুদক্ষ সংগঠক ও রণনিপুণ যােদ্ধা। কৃষ্ণদেব রায় শুধু বিজয়নগর সাম্রাজ্যেরই নয়, তিনি ছিলেন মধ্যযুগের ভারতীয় নৃপতিদের ...
Continue reading