ইতিহাস রচনার ক্ষেত্রে লোককথার ভূমিকা [1] সমাজ-সংস্কৃতির পরিচয়ে: বিভিন্ন দেশের নির্দিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে লােককথাগুলি গড়ে ওঠে। তাই লােককথাগুলি হয়ে ওঠে সুনির্দিষ্ট আঞ্চলিক ঐতিহ্যের পরিচায়ক। ধর্মবিশ্বাস, সংস্কার, খাদ্যাভ্যাস, বেশভূষা, সমাজরীতি-সহ সমাজ-সংস্কৃতির ...
Continue readingলােককথার অন্তর্ভুক্ত কিংবদন্তি, লােকপুরাণ, নীতিকথা, গীতিকা ও ব্রতকথার ব্যাখ্যা দাও।
সূচনা: লােকসাহিত্যের এক বিশেষ অঙ্গ হল লােককথা। লােককথা মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প।লােককথার ব্যাখ্যা কিংবদন্তি পরিচিতি: ইংরেজি লেজেন্ড শব্দের বাংলা প্রতিশব্দ হল কিংবদন্তি। প্রাচীন সাহিত্যগুলিতে এর সংজ্ঞা প্রসঙ্গে বলা ...
Continue readingলােককথার বা লােকগাথার শ্রেণিবিভাগ করাে ও সেগুলির মধ্যে রূপকথা, পরিকথা ও পশুকথার ব্যাখ্যা দাও।
সূচনা: সাধারণভাবে লােককথাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যথা রূপকথা, পরিকথা, পশুকথা, কিংবদন্তি, লােকপুরাণ বা মিথকথা, নীতিকথা, গীতিকা, ব্রতকথা। নীচে সংক্ষেপে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করা হল।লােককথার শ্রেণিবিভাগ ও ব্যাখ্যা রূপকথা
Continue readingলােককথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখাে | লোককথার গুরুত্ব আলােচনা করাে।
লােককথার সংজ্ঞা লােককথা হল একধরনের কাল্পনিক গল্পকথা যেগুলি অতীত বা ঐতিহাসিক ঘটনার অনুকরণে গড়ে ওঠে। লােককথায় ঐতিহ্যবাহী লৌকিক সাহিত্যের প্রতিফলন ঘটে যার দ্বারা প্রাকৃতিক বা আধ্যাত্মিক ঘটনাবলির ব্যাখ্যা করা হয়। অতীত থেকেই লােকের মুখে বংশপরম্পরায় লােককথাগুলি প্রচার ...
Continue readingমিথ (পৌরাণিক বা কল্পকাহিনি) ও লেজেন্ড (কিংবদন্তি) বলতে কী বােঝ? ইতিহাস রচনায় মিথ ও লেজেন্ডের গুরুত্ব আলােচনা করাে।
মিথ (পৌরাণিক বা কল্পকাহিনি) মিথ বা পৌরাণিক কাহিনি হল প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনি বা ঘটনার বিবরণ, যেগুলির ভিত্তি হল মানব সভ্যতার উদ্ভবের পূর্বে ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানান কাল্পনিক ঘটনা। এটি সাহিত্যের সর্বপ্রথম রূপ, যা এককথায় হল ...
Continue readingবীরগাথা বা কিংবদন্তির গুরুত্ব লেখাে | কিংবদন্তি ও পৌরাণিক কাহিনির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পার্থক্য লেখাে।
বীরগাথা বা কিংবদন্তির গুরুত্ব কিংবদন্তির ঐতিহাসিক সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও তা একেবারে গুরুত্বহীন নয়। [1] ঐতিহাসিক তথ্যের উৎস: কিছু কিংবদন্তি থেকে আমরা ঐতিহাসিক তথ্যের উৎস পাই। লােকমুখে পুরুষানুক্রমে কাহিনি প্রচারিত হলেও সেগুলির মধ্যে ইতিহাসের তথ্যসূত্র ...
Continue readingগ্রিক ও রােমান পৌরাণিক কাহিনি বা মিথ এর পরিচয় দাও।
গ্রিক ও রােমান পৌরাণিক কাহিনি বা মিথ গ্রিক মিথ [1] সৃষ্টির কথা হােমারীয় সৃষ্টি মিথ: হােমারের ইলিয়াড মহাকাব্যের কাহিনি অনুসারে এক কালাে ডানাযুক্ত বিরাট পাখির একটি ডিম থেকে অউরানস ও গেইআ ...
Continue readingরাজপুতদের সমাজ জীবন ও সাংস্কৃতিক জীবন সম্বন্ধে আলোচনা কর।
স্মিথের মতে রাজপুতরা ছিলেন এক মিশ্রিত জাতি। তার ফলে বর্ণভেদ প্রথা রাজপুত সমাজের প্রধান বৈশিষ্ট্য ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র ছাড়াও রাজপুত সমাজে আরও কতকগুলি নিম্নবর্ণের উল্লেখ পাওয়া যায়। রাজপুত সমাজে ব্রাহ্মণরা সর্বোচ্চ সম্মানের অধিকারী ছিলেন এবং তাঁরা রাজাদের ...
Continue readingরাজপুত জাতির অভ্যুত্থান এবং ক্রমপর্যায়ের অগ্রগতির ইতিহাস আলোচনা কর।
বর্তমানে আমরা যে অঞ্চলকে রাজস্থান বলি পূর্বে তার নাম ছিল গুর্জর বা গুজরাত। যদিও পরবর্তীকালে গুজরাতের সীমানা আরো পশ্চিমদিকে সম্প্রসারিত হয়। বর্তমানের রাজস্থান ভূ-খন্ডে চারটি ট্রাইব বসবাস করত। এরাই পরবর্তী সময় রাষ্ট্রের পত্তন করেছিল। এদের থেকেই কালক্রমে রাজপুত জাতির উদ্ভব ...
Continue readingতুমি কি মনে কর বিক্রমাদিত্য কিংবদন্তিটি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
কোন কোনে মুদ্রায় দেখা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত “বিক্রম” এবং বিক্রমাঙ্কের সঙ্গে বিক্রমাদিত্য অভিধা গ্রহণ করেছিলেন। এই শেষের অভিধাটি নিয়েই বিতর্কের শেষ নাই। অনেকেই তাকে কিংবদন্তির “বিক্রমাদিত্য”র সঙ্গে যুক্ত করে ফেলেছেন। লোককাহিনীর এই বিক্রমাদিত্য ছিলেন একজন “শকারি” ও উজ্জয়িনীর বাসিন্দা ...
Continue reading