Studymamu এর Competitive Math বিভাগে আপনাকে স্বাগতম। HCF and LCM Math (লসাগু এবং গসাগু) WBPSC, SSC, Railways Group D, WBP এর প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি Competitive Math সেট যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
লসাগু এবং গসাগু
HCF and LCM Math SET 1
1. দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 1989 যদি একটি সংখ্যা 117 হয়, তবে অন্য সংখ্যাটি কত?
A. 121
B. 131
C. 221
D. 231
2. a এবং b দুটি সংখ্যার গসাগু 12 যদি a এবং b উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং a > b > 12 হয়, তবে (a , b) এর সর্বনিম্ন মান হবে –
A. 12,24
B. 24,12
C. 34,36
D. 36,24
3. 24,36 এবং 40 এর লসাগু নির্ণয় করুন।
A. 120
B. 240
C. 360
D. 480
4. 3556 এবং 3444 সংখ্যা দুটির গসাগু হলো –
A. 23
B. 25
C. 26
D. 28
5. এক ব্যাগ মার্বেল 3, 5 অথবা 6 জন ছাত্রের মধ্যে কোন বাড়তি না রেখে সমানভাবে ভাগ করে দেওয়া যায়। ব্যাগে ন্যূনতম কতগুলি মার্বেল থাকতে পারে?
A. 42
B. 40
C. 30
D. 35
6. অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য?
A. 9690
B. 9720
C. 9930
D. 9960
7. দুটি সংখ্যার লসাগু 48। সংখ্যা দুটি অনুপাতে 2 : 3 হলে, তাদের যোগফল কত?
A. 28
B. 32
C. 40
D. 64
8. কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে, যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে?
A. 427
B. 859
C. 869
D. 4320
9. সর্বনিম্ন কোন পূর্ণবর্গ সংখ্যা 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য?
A. 900
B. 1600
C. 2500
D. 3600
10. 28, 42 এবং 21 সংখ্যা দুটির গসাগু কত?
A. 7
B. 5
C. 4
D. 6
11. দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 4284 এবং 34। যদি একটি সংখ্যা 204 হয়, তবে অন্য সংখ্যাটি কত?
A. 714
B. 720
C. 700
D. 715
12. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 11 ও 7700। যদি একটি সংখ্যার 235 হয়, তবে অন্য সংখ্যাটি কত?
A. 283
B. 308
C. 279
D. 318
13. কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল 36, 48, 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য
A. 1013
B. 1008
C. 1003
D. কোনোটিই নয়
Leave a reply
You must login or register to add a new comment .