বালিয়াড়ি বায়ুর সঞয়কাজের ফলে যে সব ভূমিরূপ গঠিত হয়, তাদের মধ্যে উল্লেখযােগ্য—(i) বালিয়াড়ি এবং (ii) লােয়েস ভূমি। বালিয়াড়ি কাকে বলে বালিপূর্ণ বায়ুর গতিপথে গাছপালা, বড়াে বড়াে প্রস্তরখণ্ড, ঝােপঝাড় বা অন্য কোনাে রকম বাঁধা থাকলে তাতে প্রতিহত হয়ে ...
Continue reading
নদীর ক্ষয়কাজ এর ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও।
নদীর ক্ষয়কাজ উৎস থেকে মােহানা পর্যন্ত নদী তার গতিপথে তিনটি কাজ করে। যথা— (i) ক্ষয় কাজ (ii) বহন কাজ ও (iii) সঞয় কাজ। পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে নদী ক্ষয়কাজই করে থাকে। নদীর ক্ষয়কাজের ফলে যে সব ...
Continue readingজলপ্রপাত সৃষ্টির কারণগুলি লেখাে।
জলপ্রপাত সৃষ্টির কারণ পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর আড়াআড়ি, উল্লম্ব ও তির্যকভাবে অবস্থান করলে কোমল শিলাস্তর কঠিন শিলাস্তরের তুলনায় দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে নীচু হয়ে যায় এবং নদীর প্রবাহপথে খাড়া ঢালের সৃষ্টি হয়। নদীস্রোত তখন ...
Continue reading
বহিজাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখাে।
বহিজাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য যে সকল প্রক্রিয়া ভূ-পৃষ্ঠের ওপর সব সময় ক্রিয়াশীল থেকে ভূমিরূপ গঠনে সাহায্য করে তাদের বহির্জাত প্রক্রিয়া বলা হয়। এই বহির্জাত প্রক্রিয়া (i) আবহবিকার, (ii) ক্ষয়ীভবন ও (iii) নগ্নীভবনের দ্বারা অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। নদী, হিমবাহ, ...
Continue readingসব নদী মােহানায় ব-দ্বীপ গড়ে ওঠে না কেন?
অবক্ষেপন যেখানে ক্ষয়ের তুলনায় বেশি হয়, একমাত্র সেখানেই ব-দ্বীপ গঠন সম্ভব। যেমন—নদী প্রবল বেগে সমুদ্রে পতিত হলে বা নদীর মােহনায় প্রবল সমুদ্রস্রোত বা জোয়ার থাকলে নদীর পলি অবক্ষেপিত না হয়ে বহু দূরে চলে যায়, ফলে সেখানে ব-দ্বীপ গড়ে উঠতে পারে ...
Continue readingবাজাদা বলতে কী বােঝাে?
বাজাদা মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে স্বল্পমেয়াদি প্রবল বর্ষণের প্রভাবে সৃষ্টি হওয়া অস্থায়ী জলধারা ও বায়ুপ্রবাহের মিলিত সঞয় কাজের ফলে পর্বতের পাদদেশীয় নিম্নভূমি বা প্লায়া অঞলে নুড়ি, বালি, কাদা ও পলি সঞ্জয়ের ফলে যে প্রায় সমতল ভূমির সৃষ্টি ...
Continue readingনদীম বলতে কী বােঝাে?
নদীম সমভূমি প্রবাহে নদীর মধ্যগতিতে নদীর উভয় তীরে অনেক সময় একাধিক অসমান ধাপ বা মঞ্চ দেখা যায়, এদের নদীম বলে। মধ্যগতিতে নদ উপত্যকার দু'ধারে নদীবাহিত বিভিন্ন পদার্থ ক্রমাগত সঞ্চিত হয়ে এই ধরনের অসমান ধাপ বা নদীম গঠিত ...
Continue readingজলপ্রপাত কাকে বলে?
জলপ্রপাত নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান করলে নদীর প্রবল স্রোতে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে নীচু হয় আর কঠিন শিলা অল্প ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়াভাবে অবস্থান করে। এর ফলে নদী যখন খাড়া ঢাল বেয়ে নীচে ...
Continue readingজলবিভাজিকা কাকে বলে?
জলবিভাজিকা যে উচ্চভূমি দুই বা ততােধিক নদী গােষ্ঠীকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। পাহাড়-পর্বত প্রভৃতি উচ্চভূমি জলবিভাজিকা রূপে অবস্থান করে। ভারতের হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য, সাতপুরা প্রভৃতি পর্বত হল উল্লেখযােগ্য জলবিভাজিকা।
Continue readingঅপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপগুলি কী কী?
অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ অবনত ভূমি বায়ু অপসারণ প্রক্রিয়ায় বিশাল আয়তনযুক্ত গর্ত সৃষ্টি করে অবনত ভূমির সৃষ্টি করে। উদাহরণ—মিশরের নীলনদের বামদিকে কাতারা। ধান্দ বায়ুর অপসারণ প্রক্রিয়ায় মরু অঞ্চলে ছােটো ছােটো গর্তের সৃষ্টি হয়। এদের ...
Continue reading