মরু অঞ্চলে দিনেরবেলা প্রচণ্ড উত্তাপ ও রাত্রিবেলা উত্তাপ কম থাকে কেন বছরের অধিকাংশ সময় উয় মরুভূমির আকাশ মেঘমুক্ত থাকে। ফলে, 66 শতাংশ কার্যকরী সৌরশক্তির প্রায় 14 শতাংশ বায়ুমণ্ডলে উপস্থিত বালুকণা, জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড প্রভৃতি গ্যাস দ্বারা ...
Continue reading
মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন?
মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন আকাশে মেঘের আবরণ ভূ-পৃষ্ঠে কম্বলের মতাে কাজ করে। কম্বল যেমন বাইরের বাতাস ভেতরে ঢুকতে এবং ভেতরের বাতাস বাইরে বের হতে দেয় না তেমনি মেঘের আবরণ দিনের বেলা ...
Continue reading
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন?
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হওয়ার কারণ—(i) নিরক্ষীয় অঞল বরাবর জলভাগের বিস্তার তুলনামূলকভাবে অনেক বেশি।(ii) এই অঞ্চলে সারা বছর ধরে প্রায় লম্বভাবে সূর্যকিরণ পড়ার ফলে এখানে বায়ুমণ্ডলের উয়তাও বেশি। তাছাড়া এই অঞ্চলে বায়ুর ...
Continue reading
নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক সংক্ষেপে আলােচনা করাে।
নিরক্ষীয় নিম্নচাপ বলয়-এর সঙ্গে আয়নবায়ুর সম্পর্ক (i) উত্তর গােলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় ও দক্ষিণ গােলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে আয়নবায়ু প্রবাহিত হতে থাকে। এই বায়ু সাধারণত 30° থেকে 5° উত্তর ...
Continue readingউষ্ণতার তারতম্যে বায়ুচাপের তারতম্য ঘটে কেন?
উষ্ণতার তারতম্যে বায়ুচাপের তারতম্য ঘটে কেন উষ্ণতার বৃদ্ধিতে বায়ু প্রসারিত হয় এবং আয়তনে বেড়ে যায়। আয়তনে বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়—অর্থাৎ বায়ু উষ্ণ হলে বায়ুর চাপ কমে। নিরক্ষীয় অঞলের বায়ু উয় হওয়ায় এই অঞলে ...
Continue reading
উষ্ণতা হ্রাসের গড় কাকে বলে ? চিত্রসহ উদাহরণ দাও।
উষ্ণতা হ্রাসের গড় সাধারণত প্রতি 1,000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.40 সেলসিয়াস হারে (প্রতি 300 ফুটে 1° ফারেনহাইট) বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায়, একে ‘উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার’ বা ‘উষ্ণতা হ্রাসের গড়’ বলে। উষ্ণতা কমে যাওয়ার পরিমাণ সব ...
Continue readingবায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার কারণ কী?
বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার কারণ ভূগর্ভস্থ তাপ, আগ্নেয়গিরি ও প্রস্রবণের মাধ্যমে নিঃসৃত হয়ে বায়ুমণ্ডলে মিশে গেলেও এবং ইউরেনিয়াম, থােরিয়াম, রেডিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের জন্য ভূপৃষ্ঠ থেকে সামান্য তাপ নির্গত হলেও বায়ুমণ্ডলের উয়তার জন্য এই তাপের বিশেষ কোনাে ...
Continue readingবায়ু উম্ন হয় কোন্ কোন্ পদ্ধতিতে?
বায়ুমণ্ডলের উয় হওয়ার প্রধান উৎস সূর্য হলেও সূর্যরশ্মিতে সরাসরি বায়ুমণ্ডল বিশেষ উয় হয় না সূর্যতাপে প্রথমে ভূপৃষ্ঠ উয় হয় এবং উয় ভূপৃষ্ঠের মাধ্যমে বায়ুমণ্ডল তিনটি পদ্ধতিতে উত্তপ্ত হয়। যেমন—বিকিরণ পদ্ধতি (Radiation) পরিবহন পদ্ধতি (Conduction) ও পরিচলন পদ্ধতি (Converction)।
Continue reading
বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে তুমি মনে করাে।
বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে যে ওজোন গ্যাসের স্তর রয়েছে। তা সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মিকে শােষণ করে নেয় বলে এই স্তরের উপস্থিতির জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে ...
Continue reading
ওজোন স্তরের গুরুত্বপূর্ণ দিকগুলি আলােচনা করাে।
ওজোন স্তরের গুরুত্বপূর্ণ দিকগুলি বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের পরিমাণ অতি সামান্য (0.000005%) হলেও এর গুরুত্ব অপরিসীম। ট্রলােপজের ঊর্ধ্বে স্ট্যাটোস্ফিয়াব-এর উধ্বাংশে 20 থেকে 35 কিলােমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব অধিক বলে স্ট্রাটোস্ফিয়ারের এই অংশকে ওজোন স্তর বলে। ওজোন স্তরের ...
Continue reading