কাশ্মীর উপত্যকা পশ্চিম হিমালয়ের মধ্যে জম্মু-কাশ্মীর রাজ্যটি অবস্থিত। এই অংশের পর্বতশ্রেণিগুলি হল জম্মু বা পুঞপাহাড়, পিরপাঞ্জাল, জাস্কর এই অঞ্চলের প্রধান পর্বতশ্রেণি। গড় উচ্চতা প্রায় 3000-4000 মিটার। এই অংশেই কাশ্মীর উপত্যকা অবস্থিত। এর অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য একে ...
Continue readingভারতের প্রাচীনতম পর্বত ও উচ্চতম মালভূমির নাম উল্লেখ করো।
ভারতের প্রাচীনতম পর্বত হল—আরাবল্লি। এবং ভারতের উচ্চতম মালভূমি—লাদাখ।
Continue readingকচ্ছের রণ বলতে কী বোঝায় ?
কচ্ছের রণ ভারতের গুজরাত রাজ্যে ‘কচ্ছের রণ’ অবস্থিত। কচ্ছের রণ-এর ভূমিরূপ :(i) গুজরাত রাজ্যের উত্তরাংশে, তিনদিকে জলভাগ বেষ্টিত কচ্ছ উপদ্বীপের বিস্তীর্ণ, অগভীর, লবণাক্ত জলাভূমিকে ‘রণ’ বলে।(ii) কোনো এক সময় কচ্ছের রণ অঞ্চলটি ভারতের পশ্চিম উপকূলবর্তী আরব সাগরের ...
Continue readingবেট কী?
বেট সিন্ধু-গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত।
Continue readingতরাই কাকে বলে?
তরাই ভাবর অঞ্চলের দক্ষিণ প্রান্তে ভূগর্ভস্থ নদীগুলি যেখানে আত্মপ্রকাশ করেছে, সেখানকার 15 থেকে 30 কিমি প্রশস্ত স্যাঁতসেঁতে জলাভূমিকে সাধারণভাবে তরাই বলা হয়। এই অঞ্চলটি উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্বদিকে ঢালু ।
Continue readingভূমিরূপ কাকে বলে ?
ভূমিরূপ কাকে বলে ভূপৃষ্ঠের ভূমিভাগ কোথাও খুব উঁচু, কোথাও তরঙ্গায়িত, কোথাও বা সমতল। ভূভাগের এই বৈচিত্র্যময় চেহারা বা রূপকে ভূমিরূপ বলা হয় । ভূমিরূপকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন—পর্বত, মালভূমি ও সমভূমি।
Continue readingহিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি হ্রদ ও তিনটি গিরিপথের নাম লেখো।
হিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি হ্রদ হল – (i) কুমায়ুন অঞ্চলের নৈনিতাল, (ii) কাশ্মীর উপত্যকার উলার ও (iii) ডাল হ্রদ।হিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি গিরিপথ হল – (i) সিকিমের নাথু লা (ii) জম্মু ও কাশ্মীরের বার্নিহাল ও (iii) হিমাচল প্রদেশের বরলাচা লা
Continue readingখাদার ও ভাঙ্গর বলতে কী বোঝায়?
খাদার গাঙ্গেয় সমভূমির নদী তীরবর্তী যে সমস্ত অঞ্চল নবীন পলিমাটি দিয়ে গঠিত তারা খাদার নামে পরিচিত। এই অঞ্চলটি নবীন পলিমাটি দ্বারা গঠিত তুলনামূলকভাবে নিম্নভূমি। মধ্য ও নিম্ন গাঙ্গেয় সমভূমি প্রধানত খাদার মৃত্তিকায় গঠিত। ভাঙ্গর ...
Continue readingপূর্বাচল বলতে কী বোঝায়?
পূর্বাচল পশ্চিম থেকে পূর্বে প্রসারিত হিমালয় পর্বতশ্রেণি। অরুণাচল প্রদেশের উত্তর-পূর্ব (তিব্বতে) নামচাবারোয়া শৃঙ্গের কাছে গিয়ে সম্পূর্ণ দক্ষিণদিকে বেঁকে গিয়েছে। এরপর পাটকই, নাগা, লুসাই, মিশমি প্রভৃতি নামে ওই পর্বতশ্রেণি অরুণাচল, নাগাল্যান্ড, অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের মধ্যে ...
Continue readingইন্দিরা পয়েন্ট ও মান্নার উপসাগর কোথায় কোথায় অবস্থিত?
ইন্দিরা পয়েন্ট অবস্থিত গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম প্রান্তে ও মান্নার উপসাগর অবস্থিত ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূল সংলগ্ন অঞ্চলে।
Continue reading