পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদীর বৈশিষ্ট্য [১] অবস্থান ও বিস্তৃতি পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির পূর্ব সীমানা থেকে গঙ্গার ব-দ্বীপের পশ্চিম সীমানা পর্যন্ত বিস্তৃত, সামান্য ঢেউখেলানো ও পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে যাওয়া বিস্তীর্ণ সমভূমি ...
Continue readingপশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদনদীর বিবরণ দাও।
পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদনদী [১] অবস্থান ও বিস্তৃতি তরাই-ডুয়ার্সের দক্ষিণে অবস্থিত এই অঞ্চলটি গঙ্গানদীর বাঁ-তীর পর্যন্ত বিস্তৃত। জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ, উত্তরের সামান্য অংশ বাদে সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদহ ...
Continue readingপশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদনদীর বিবরণ দাও।
পশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদনদী [১] অবস্থান ও বিস্তৃতি পূর্ব-হিমালয়ের পার্বত্যভূমি থেকে বয়ে আসা মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোর্সা, রায়ডাক প্রভৃতি নদীবাহিত পলি, বালি ও নুড়ি জমে হিমালয়ের পাদদেশের নিচু জমিতে এই তরাই- ...
Continue readingপশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল এর বিবরণ দাও।
পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চলকে বাদ দিলে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানই সমভূমি। পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি নদীবাহিত পলিসঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সমগ্র সমভূমি অঞ্চলকে ভূ-প্রকৃতিগত পার্থক্যের জন্য নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, যেমন ...
Continue readingপশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল এর ভূ-প্রকৃতি, মৃত্তিকা ও নদনদীর বর্ণনা দাও।
পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল ■[১] অবস্থান, বিস্তৃতি ও সীমা পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত এই ঢেউখেলানো মালভূমি অঞ্চলটি সমগ্র পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশ নিয়ে গঠিত। প্রাচীন আগ্নেয় ...
Continue readingপশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদীর বিবরণ দাও।
পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদী [১] অবস্থান ও বিস্তৃতি রাঢ় অঞ্চলের পূর্ব থেকে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত এবং গঙ্গা বা পদ্মার দক্ষিণ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত স্থানটি গঙ্গার বদ্বীপ অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলটি ...
Continue readingপশ্চিমবঙ্গের নদনদীর ভৌগোলিক বিবরণ দাও।
পশ্চিমবঙ্গের নদনদী পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য। পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতি অনুসারে এই রাজ্যের উত্তর ও পশ্চিম দিক উঁচু ও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক বঙ্গোপসাগরের দিকে ক্রমশ ঢালু হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের নদ-নদীগুলো উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি থেকে উৎপন্ন ...
Continue readingপশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা কর।
বিভিন্ন ঋতুতে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য হল এই যে :(১) সাধারণভাবে পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান উষ্ণ মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত।(২) ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই তিনটি শীতের মাস বাদ দিলে সারা বছরই পশ্চিমবঙ্গের তাপমাত্রা ...
Continue readingপশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য গুলো কি কি?
পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য (১) একমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাকি অংশ হিমালয়ের পার্বত্য অঞ্চলের অন্তর্গত।(২) দার্জিলিং জেলার পার্বত্য অংশে পশ্চিমবঙ্গের সমতলভূমির তুলনায় তাপমাত্রা অনেক কম।(৩) গ্রীষ্ণকালের অসহ্য গরমে বাকি পশ্চিমবঙ্গ যখন হাঁসফাস করছে, ...
Continue readingউত্তরবঙ্গের বিভিন্ন নদনদীর বৈশিষ্ট্য উল্লেখ কর।
পশ্চিমবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাগুলিকে একসঙ্গে উত্তরবঙ্গ বলা হয়। তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোৰ্যা, সঙ্কোশ, রায়ডাক, কালজানি, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন প্রভৃতি নদীগুলো হল এই অঞ্চলের প্রধান নদী। উত্তরবঙ্গের বিভিন্ন নদনদীর বৈশিষ্ট্য (১) উত্তরবঙ্গের প্রায় প্রতিটি ...
Continue reading