কৃষিকাজ নেপাল একটি কৃষিপ্রধান দেশ। এখানকার প্রায় ৯২% অধিবাসীই কৃষিজীবী। এই দেশের মোট আয়তনের ৮৮% পর্বতময় এবং ১২% সমভূমি। তরাই অঞ্চলের দক্ষিণাংশ এবং মধ্য উপত্যকার বিভিন্ন স্থানে পর্যাপ্ত বৃষ্টিপাত, মাঝারি উত্তাপ এবং উর্বর মৃত্তিকার জন্য প্রচুর ফসল উৎপন্ন ...
Continue readingনেপালের জলবায়ুর বিবরণ দাও।
নেপালের জলবায়ুর বিবরণ নেপাল নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। বেশি উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য এখানকার আবহাওয়া প্রধানত শীতপ্রধান, কিন্তু পোখরা এবং কাঠমাণ্ডু উপত্যকায় গ্রীষ্মকালে উষ্ণতা বেশ বেশি (২৫°সেন্টিগ্রেড) হয়। শীতকালেও এই অঞ্চলে অতিরিক্ত ঠাণ্ডা পড়ে না (এই ...
Continue readingনেপালের নদনদীর বর্ণনা দাও।
নেপালের নদনদীর বর্ণনা কোশী, ঘর্ঘরা (সরযূ), কালীগণ্ডক, বাগমতী, সেতী, কালী প্রভৃতি নেপালের উল্লেখযোগ্য নদী। এদের প্রত্যেকটিই হিমালয় পর্বতের বরফ গলা জলে উৎপন্ন হয়ে পরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে এবং গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। আগে ...
Continue readingনেপালের স্বাভাবিক উদ্ভিদ এর বর্ণনা দাও।
নেপালের স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ প্রচুর বৃষ্টিপাতের ফলে এদেশের তরাই অঞ্চলে গভীর বনভূমির সৃষ্টি হয়েছে। এই বনভূমি তরাই বনভূমি নামে পরিচিত।তরাই অঞ্চলে শাল, সেগুন, শিশু প্রভৃতি মূল্যবান বৃক্ষের বনভূমি এবং বাঁশ, বেত এবং দীর্ঘ সাবাই ঘাস প্রচুর ...
Continue readingনেপালের ভূপ্রকৃতির বিবরণ দাও।
নেপালের ভূপ্রকৃতি সাধারণভাবে নেপালের ভূপ্রকৃতি হল পর্বতময়। ভূপ্রকৃতির বিভিন্নতা অনুসারে নেপালকে দক্ষিণ থেকে উত্তরে প্রস্থ বরাবর মোটামুটি চার ভাগে ভাগ করা যায়, যথা :তরাই সমভূমি ও শিবালিক পর্বতশ্রেণি, মহাভারত লিখ, মধ্য ...
Continue readingভারতবর্ষকে উপমহাদেশ বলা হয় কেন?
এশিয়া মহাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত ভারত এবং (চিন ও আফগানিস্তান বাদে) ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলি যেমন পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক যোগাযোগ এত নিবিড় যে এই ছয়টি দেশকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশ বলা হয়। ভারতের ...
Continue readingভারতের রাজ্য পুনর্গঠনের মূলভিত্তি কী ছিল?
ভারতের রাজ্য পুনর্গঠনের মূলভিত্তি বিগত বিভিন্ন সময়ে ভারতের নানান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর পুনর্গঠনের সময় প্রধানত ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক দক্ষতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাকৃতিক ও ভৌগোলিক সাদৃশ্য—এই ৫টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন ...
Continue readingভারতের অবস্থান, আয়তন, বিস্তৃতি ও সীমানার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অবস্থান আমাদের জন্মভূমি ভারত এশিয়া মহাদেশের দক্ষিণাংশের অন্তর্গত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যা উত্তরে ৩৭°৬′ উত্তর অক্ষাংশ (কাশ্মীরের উত্তর সীমা) থেকে দক্ষিণে ৮°৪′ উত্তর অক্ষাংশ (কন্যাকুমারিকা অন্তরীপ) এবং পশ্চিমে ৬৮°৭′ পূর্ব দ্রাঘিমা (গুজরাটের পশ্চিম সীমা) থেকে পূর্বে ...
Continue readingসুন্দরবন অঞ্চলের ভূ-প্রকৃতি, মৃত্তিকা ও নদনদীর বিবরণ দাও।
সুন্দরবন অঞ্চলের ভূ-প্রকৃতি, মৃত্তিকা ও নদনদী অবসথান ও বিস্তৃতি দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা জেলার সাগর, কাকদ্বীপ, নামখানা, মথুরাপুর, পাথরপ্রতিমা, জয়নগর, কুলতলী, ক্যানিং, বাসন্তী, হাড়োয়া, মীনাখাঁ, সন্দেশখালি, গোসাবা, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ—এই ১৫টি থানা নিয়ে বর্তমানে সুন্দরবন ...
Continue readingপশ্চিমবঙ্গের উপকূলের সমভূমির ভূ-প্রকৃতি ও নদনদীর পরিচয় দাও।
পশ্চিমবঙ্গের উপকূলের সমভূমির ভূ-প্রকৃতি ও নদনদী [১] অবস্থান ও বিস্তৃতি পূর্ব মেদিনীপুর জেলার উপকূলভাগে অবস্থিত এই সমভূমির উত্তর ও পূর্ব সীমা জুড়ে যথাক্রমে ওড়িশা উপকূল খাল ও রসুলপুর নদী অবস্থিত। উপকূলের বালুকাময় সমভূমির পশ্চিমে পশ্চিমবঙ্গের ...
Continue reading