১। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত?উত্তর : বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা প্রায় ১০,০০০ কিলোমিটার।২। ভূ-পৃষ্ঠ থেকে হোমোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?উত্তর : ভূ-পৃষ্ঠ থেকে ৯০ কিমি পর্যন্ত হোমোস্ফিয়ার বিস্তৃত।৩। বায়ুমণ্ডলের কোন স্তরকে হেটেরোস্ফিয়ার বলে?উত্তর : ভূ-পৃষ্ঠ ...
Continue readingআবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখ।
আবর্তন গতি বা আহ্নিক গতি ও পরিক্রমণ গতি বা বার্ষিক গতির মধ্যে পার্থক্য
Continue readingটীকা লেখো : জলবিষুব।
জলবিষুব বিষুব কথাটির অর্থ ‘সমান দিনরাত্রি'। যে-দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়, সেই দিনকে বিষুব বলে। ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর দিন দুটিতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। সূর্য প্রদক্ষিণের সময় পৃথিবীর মেরুরেখা নিজের কক্ষতলের সঙ্গে ...
Continue readingটীকা লেখো : মহাবিষুব।
মহাবিষুব 'বিষুব' কথাটির অর্থ ‘সমান দিনরাত্রি।' যে-দিন পৃথিবীর সমস্ত জায়গায় দিনরাত সমান হয়, সেই দিনকে 'বিষুব' বলে। ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর দিন দুটিতে পৃথিবীর সমস্ত অক্ষরেখায় দিনরাত্রি সমান হয়, (দিন = রাত = ১২ ঘন্টা)।সূর্য ...
Continue readingটীকা লেখো : অক্ষ ও কক্ষপথ।
অক্ষ ও কক্ষপথ পৃথিবীর মেরুদণ্ড বা উত্তর ও দক্ষিণ মেরুর সংযোগকারী রেখাকে অক্ষ বলে। এই অক্ষরেখা বা মেরুরেখার চতুর্দিকে পৃথিবী প্রায় প্রতি ২৪ ঘণ্টায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে।পৃথিবী নিজ মেরুরেখার চতুর্দিকে প্রতি ২৪ ঘণ্টায় ...
Continue readingটীকা লেখো : সৌরদিন।
সৌরদিন পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ও ২৪ সেকেন্ড বা মোটামুটি ২৪ ঘণ্টা বা একদিন। পৃথিবীর কোনো এক মধ্যরেখা যখন সূর্যের সামনে আসে অর্থাৎ যখন ...
Continue readingটীকা লেখো : ফেরেল সূত্র।
ফেরেল সূত্র পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সবসময় আবর্তন করছে, কিন্তু নিজের অভিগত গোলাকৃতির জন্য এই আবর্তনের বেগ পৃথিবীর সর্বত্র সমান নয়। নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে। ...
Continue readingটীকা লেখো : লিপ ইয়ার বা অধিবর্ষ।
লিপ ইয়ার বা অধিবর্ষ যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ১ বাড়িয়ে (২৮ +১ = ২৯ দিন করে) বছরটিকে ৩৬৬ দিন করা হয় সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। পৃথিবীর একবার সূর্য পরিক্রমার সময় লাগে ...
Continue readingটীকা লেখো : সুমেরু প্রভা ও কুমেরু প্রভা।
সুমেরু প্রভা ও কুমেরু প্রভা ২১শে মার্চ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে ছায়াবৃত্ত উত্তর গোলার্ধের সমাক্ষরেখাগুলিকে বেশি করে আলোকিত করে এবং সুমেরু সর্বদাই আলোকিত অংশে থাকে, এর ফলে সুমেরুতে ক্রমাগত ৬ ...
Continue readingটীকা লেখো : অপসূর ও অনুসূর।
অপসূর ও অনুসূর পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর অবিরাম ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষের একটি নাভিতে সূর্য অবস্থান করছে। এরফলে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব ...
Continue reading