সমুদ্রবায়ু যে বায়ু সমুদ্র, হ্রদ অথবা বিস্তৃত জলভাগ থেকে সাধারণত দিনের বেলায় স্থলভাগের দিকে প্রবাহিত হয়, তাকে সমুদ্রবায়ু বলে। এটি একধরনের সাময়িক বায়ু। সমুদ্র তীরবর্তী অঞ্চলে দিনের বেলায় স্থলভাগ জলভাগের তুলনায় বেশি গরম হয়ে ...
Continue readingটীকা লেখো : গর্জনশীল চল্লিশা।
গর্জনশীল চল্লিশা দক্ষিণ গোলার্ধে ৪০° দক্ষিণ অক্ষাংশের পর জলভাগের তুলনায় স্থলভাগ অনেক কম থাকায় বায়ুপ্রবাহের গতির ওপর পাহাড় পর্বতের ঘর্ষণজনিত বাধা অনেক কম হয়। এজন্য দক্ষিণ গোলার্ধের বিস্তৃত জলভাগের ওপর দিয়ে উত্তর-পশ্চিম পশ্চিমাবায়ু ৪০°-৬০° ...
Continue readingটীকা লেখো : সমচাপরেখা।
সমচাপরেখা ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বছরের বিভিন্ন সময়ে বায়ুচাপের তারতম্য লক্ষ করা যায়। উষ্ণতার মতো উচ্চতার পার্থক্যেও বায়ুচাপের তারতম্য হয়। তাই সমুদ্রপৃষ্ঠের বায়ু চাপে পরিবর্তিত করে বছরের কোনো নির্দিষ্ট সময়ে, ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট বিভিন্ন স্থানের ...
Continue readingটীকা লেখো : সমোষ্ণরেখা।
সমোষ্ণরেখা ভূ-পৃষ্ঠে যেসব জায়গায় বছরের একই সময় (সাধারণত জানুয়ারি ও জুলাই মাসে) গড় উষ্ণতা একই রকম থাকে, মানচিত্রে সেইসব জায়গাকে পরপর যোগ করে যে কাল্পনিক রেখা টানা হয়, তাকে সমোষ্ণ রেখা বলে। অর্থাৎ যে কাল্পনিক ...
Continue readingঘূর্ণবাত কাকে বলে?
ঘূর্ণবাত কোনো অল্প পরিসর স্থান হঠাৎ যদি বেশি মাত্রায় উত্তপ্ত হয় তবে সেই স্থানে তখন নিম্নচাপ সৃষ্টি হয় ; ফলে চারদিকের অপেক্ষাকৃত শীতল ও উচ্চচাপের স্থানগুলো থেকে বায়ু প্রচণ্ড বেগে ঐ নিম্নচাপ কেন্দ্রের দিকে ...
Continue readingআবহাওয়া ও জলবায়ুর উপর আর্দ্রতার প্রভাব কী?
আবহাওয়া ও জলবায়ুর উপর আর্দ্রতার প্রভাব বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণের ওপর স্থানীয় আবহাওয়া অনেকাংশে নির্ভরশীল। মেঘ, বৃষ্টি, কুয়াশা, প্রভৃতি নৈসর্গিক ব্যাপার, জলীয় বাষ্পের ঘনীভবনের ফল। কোনো স্থানের বায়ুতে দীর্ঘকাল জলীয় বাষ্পের অভাব হলে সেখানে মরুভূমির সৃষ্টি হয়। ...
Continue readingশিশিরবিন্দু তাপমাত্রা কাকে বলে?
শিশিরবিন্দু তাপমাত্রা যে তাপমাত্রায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ১০০% হয়, সেই তাপমাত্রাটিকে শিশিরবিন্দু তাপমাত্রা বলে। এই তাপমাত্রায় বায়ু সম্পূর্ণভাবে সম্পৃক্ত থাকে।
Continue readingসম্পৃক্ত বায়ু কাকে বলে?
সম্পৃক্ত বায়ু উষ্ণতা নির্দিষ্ট থাকলে, নির্দিষ্ট পরিমাণ বাতাস যখন সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করে, তখন সেই বাতাসকে সম্পৃক্ত বায়ু বলে।
Continue readingচরম আর্দ্রতা কাকে বলে?
চরম আর্দ্রতা একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে চরম আর্দ্রতা বলে। সাধারণত এর পরিমাণ বায়ুর প্রতি ঘন সেন্টিমিটার আয়তনে যে জলীয় বাষ্প থাকে তার ওজন যত গ্রাম হয়, সেই গ্রামের দ্বারা প্রকাশ করা হয়।
Continue readingসাময়িক বায়ুপ্রবাহ কাকে বলে?
সাময়িক বায়ুপ্রবাহ দিনের বিভিন্ন সময়ে ও বৎসরের বিভিন্ন ঋতুতে স্থল ও জলভাগের তাপ ও চাপের পার্থক্যের ফলে যে বায়ুপ্রবাহ সৃষ্টি হয় তাকে সাময়িক বায়ুপ্রবাহ বলে। যথা, স্থলবায়ু ও সমুদ্রবায়ু এবং মৌসুমি বায়ু।
Continue reading