আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগরের আকৃতি অনেকটা ইংরাজী ‘S’ অক্ষরের মত। আটলান্টিক মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, পশ্চিমে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর ...
Continue readingচিত্র সহযোগে প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোত পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের মোট আয়তন পৃথিবীর সমস্ত স্থলভাগের মিলিত আয়তনের চেয়েও বেশি। প্রশান্ত মহাসাগরকে দেখতে অনেকটা ত্রিভুজের মতো।● প্রশান্ত মহাসাগরে নিম্নলিখিত প্রধান স্রোতগুলি হল : ■ [১] উত্তর ও দক্ষিণ ...
Continue readingসমুদ্রস্রোত সৃষ্টির কারণ আলোচনা করো।
সমুদ্রস্রোত সৃষ্টির কারণ নিম্নলিখিত বিভিন্ন কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয় : ■ [১] নিয়ত বায়ুপ্রবাহ আধুনিক বৈজ্ঞানিকদের মতে, নিয়ত বায়ুপ্রবাহই সমুদ্র স্রোতের প্রধান কারণ। নিয়ত বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের গতি লক্ষ করলে দেখা যায় যে, প্রবল নিয়ত ...
Continue readingআবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে বায়ু প্রবাহ, আদ্রতা ও বৃষ্টিপাত থেকে কয়েকটি শর্ট প্রশ্ন উত্তর।
আবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে বায়ু প্রবাহ, আদ্রতা ও বৃষ্টিপাত ১। কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর : ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।২। ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত?
Continue readingটীকা লেখো : ঘূর্ণবাত বৃষ্টি।
ঘূর্ণবাত বৃষ্টি জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে অবস্থিত নিম্নচাপের দ্বারা আকৃষ্ট হয়ে ওপরে উঠে শীতল হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে ঘূর্ণবাত বৃষ্টি বলে। কোনো স্থানে প্রবল নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে চারদিক থেকে ছুটে আসা শুকনো, ...
Continue readingটীকা লেখো : বৃষ্টিচ্ছায় অঞ্চল।
বৃষ্টিচ্ছায় অঞ্চল আর্দ্রবায়ু পাহাড়ে বাধা পেয়ে প্রতিবাত ঢালে বৃষ্টিপাত করার পর ওতে আর জলীয় বাষ্প থাকে না। ঐ শুষ্ক বায়ু পাহাড় অতিক্রম করে পাহাড়ের অপর দিকে (অনুবাত ঢালে) গেলে সেখানে আর বৃষ্টিপাত হয় না। পাহাড়ের অপর দিকের ...
Continue readingটীকা লেখো : শৈলোৎক্ষেপ বৃষ্টি।
শৈলোৎক্ষেপ বৃষ্টি জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি কোনো পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয় তবে ওই বায়ু আরও ওপরে উঠে যেতে থাকে। পাহাড়ের উঁচু অংশ যদি বরফাবৃত থাকে তবে জলীয় বাষ্পপূর্ণ ...
Continue readingটীকা লেখো : পরিচলন বৃষ্টি।
পরিচলন বৃষ্টি ঊর্ধ্বগামী আর্দ্রবায়ু ওপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে ঠাণ্ডা ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘ ও পরে বৃষ্টিরূপে পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ে, এই রকম বৃষ্টিপাতকেই পরিচলন বৃষ্টি বলে। পরিচলন বৃষ্টিপাতের জন্য : (১) বায়ুমণ্ডলে ...
Continue readingটীকা লেখো : আপেক্ষিক আর্দ্রতা।
আপেক্ষিক আর্দ্রতা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয়বাষ্পের পরিমাণ ও সেই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা একটি অনুপাত। সাধারণত ...
Continue readingটীকা লেখো : স্থলবায়ু।
স্থলবায়ু যে বায়ু স্থলভাগ থেকে সমুদ্র, হ্রদ অথবা বিস্তৃত জলভাগের দিকে সাধারণত সন্ধ্যার পর প্রবাহিত হয়, তাকে স্থলবায়ু বলে। সন্ধ্যার পর থেকে ভোররাত্রি পর্যন্ত বিভিন্ন সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা ও বায়ু চাপের পার্থক্যের জন্য স্থলবায়ুপ্রবাহিত হয়। ...
Continue reading