শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের কার্যাবলী
শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কার্যাবলী হ’ল-
১) সমাজ বা জন সমষ্টির প্রয়োজন ও চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি চিহ্নিত করন।
২) নির্ধারিত লক্ষ্য উপনীত হওয়ার জন্য উপযুক্ত পাঠক্রম নির্ধারণ ও তার বিকাশ সাধন।
৩) শিখন ও শিক্ষণ পদ্ধতির বিশ্লেষণ।
8) শিক্ষণ ও শিখনের উপকরণ নির্বাচন।
৫) বাঞ্ছিত ফললাভের জন্য উপযুক্ত শিক্ষণ শিখন কৌশল উদ্ভাবন।
৬) উপযুক্ত দৃশ্যশ্রাব্য শিখন সহায়ক উপকরণ উদ্ভাবন ও নির্মান।
৭) হার্ডওয়ার ও সফ্টওয়ার মাধ্যমের যথোপযুক্ত ব্যবহার।
৮) প্রয়োজনীয় অনুশিখন বা পাশ্চাত্য শিখনের ব্যবস্থাপনা ও মূল্যায়নের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা।
৯) শিক্ষা প্রযুক্তি ব্যবহার করার মতো উপযুক্ত শিক্ষক তৈরী করা।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের ব্যবহারের ফলে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছে তেমনি শিক্ষকের মান ও অভিজ্ঞতায় শিক্ষক সমৃদ্ধ হচ্ছেন, বর্তমানে শিক্ষার প্রত্যেক ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্ত্তি থেকে শুরু করে শিক্ষা পরিচালনা সংক্রান্ত নানা বিষয় সংরক্ষণ, শিক্ষাদান, মূল্যায়ন এবং শিক্ষার্থীদের যাবতীয় তথ্য প্রযুক্তিগত ভাবে সংরক্ষিত করে রাখা হয়। ফলে এর প্রয়োজনীয়তা ও কার্যাবলী প্রতিনিয়তই দীর্ঘায়িত হচ্ছে।
Leave a reply
You must login or register to add a new comment .