Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



Environment GK in Bengali SET 1 Free PDF

Studymamu এর GK Bengali (জি. কে. বাংলা) বিভাগে আপনাকে স্বাগতম। Studymamu হল Environment GK in Bengali (সাধারণ জ্ঞান), সাধারণ অধ্যয়ন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং WBPSC, SSC, Railways Group D, WBP  এর প্রস্তুতির জন্য ভারতের Independent Learning WEBSITE.

Environment General Knowledge

Environment GK in Bengali SET 1

21. স্লথ হল এক ধরনের –

A. উদ্ভিদ
B. প্রাণী
C. ব্যাকটেরিয়া
D. ছত্রাক

B. প্রাণী

 

22. জল ও মৃত্তিকা হলো পরিবেশের –

A. জৈব উপাদান
B. ভৌত উপাদান
C. সামাজিক উপাদান
D. সাংস্কৃতিক উপাদান

B. ভৌত উপাদান

 

23. পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় –

A. বায়ুমণ্ডল
B. বারিমন্ডল
C. রবিমন্ডল
D. শিলামন্ডল

C. রবিমন্ডল

 

24. বায়ুতে পাওয়া যায় একটি ভারী ধাতু হলো ?

A. লিথিয়াম
B. সিসা
C. লোহা
D. সোনা

B. সিসা

 

25. ধোঁয়ার সঙ্গে যে সমস্ত গ্যাস বের হয় তাদের প্রত্যেকটি –

A. হালকা নীল বর্ণের
B. হলুদ বর্ণের
C. লাল বর্ণের
D. বর্ণহীন

D. বর্ণহীন

 

26. সিসা থেকে কোন রোগ সৃষ্টি হয় ?

A. এ্যানথ্রাকোসিস
B. ইটাই ইটাই
C. ডিসলেক্সিয়া
D. অ্যাজবেস্টোসিস

C. ডিসলেক্সিয়া

 

27. ফ্লুওরাইডের এর অনুমোদিত মান হলো প্রতি লিটার জলে কত মিলিগ্রাম?

A. 1.50
B. 0.05
C. 2.10
D. 0.08

A. 1.50

 

28. ফ্লাই অ্যাশ হল –

A. প্রাথমিক বায়ুদূষক
B. গৌণ বায়ুদূষক
C. A ও B উভয়
D. কোনোটিই নয়

A. প্রাথমিক বায়ুদূষক

 

29. ভারতবর্ষ প্রথম বায়ুর গুণগত সূচক প্রকাশিত করেছিল?

A. এপ্রিল 2015
B. এপ্রিল 2014
C. এপ্রিল 2016
D. মে 2018

A. এপ্রিল 2015

 

30. ফুসফুসে ক্যান্সার রোগ সৃষ্টিকারী পদার্থটি হল ?

A. অ্যাসবেস্টস
B. সিসা
C. পারদ
D. কোনটিই সঠিক নয়

A. অ্যাসবেস্টস

 

31. জৈব বৈচিত্র সংরক্ষণ আইনটি পাস হয় –

A. 2002 সালে
B. 1980 সালে
C. 1972 সালে
D. 1986 সালে

A. 2002 সালে

 

32. ভূ প্রকৃতির পরিবর্তনের অন্যতম কারণ –

A. বিশ্ব উষ্ণায়ন
B. জনস্ফীতি
C. ক্রমবর্ধমান জনস্ফীতি ও তাদের চাহিদা পূরণ
D. ভূমিকম্প

C. ক্রমবর্ধমান জনস্ফীতি ও তাদের চাহিদা পূরণ

 

33. Tsunami কথার অর্থ হল

A. Harbour wave
B. Dangerous wave
C. A এবং B উভয়ই
D. কোনোটিই নয়

A. Harbour wave

 

34. তাপ রশ্মি শোষণ করে আবহমণ্ডলকে উত্তপ্ত করে তোলে –

A. O₂
B. SO₂
C. CO₂
D. NO₂

C. CO₂

 

35. আমাদের দেশের উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় ?

A. পর্ণমোচী বন
B. চিরহরিৎ বন
C. লিটোরাল সোয়াম্প বন
D. মরু উদ্ভিদ

C. লিটোরাল সোয়াম্প বন

 

36. ক্লামাথ হল –

A. এক ধরনের প্রাণী
B. এক ধরনের ভাইরাস
C. এক ধরনের শৈবাল
D. এক ধরনের ছত্রাক

C. এক ধরনের শৈবাল

 

37. India State of Forest Report 2019 আমাদের দেশে বনভূমির পরিমাণ প্রায় –

A. 19%
B. 24.56%
C. 43%
D. কোনোটিই নয়

B. 24.56%

 

38. আবর্তনশীল সম্পদ হলো –

A. কয়লা
B. লোহা
C. খনিজ সম্পদ
D. পেট্রোল

B. লোহা

 

39. পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল ?

A. স্থলে
B. জলে
C. অন্তরীক্ষে
D. পাতালে

B. জলে

 

Leave a reply