Studymamu এর Competitive Math বিভাগে আপনাকে স্বাগতম। Digit, Number & Divisibility Math WBPSC, SSC, Railways Group D, WBP এর প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি Competitive Math সেট যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
অঙ্ক, সংখ্যা, ও বিভাজ্যতা
Digit, Number & Divisibility Math SET 2
Q.1. বিকল্পগুলির কোনটি মৌলিক বা যৌগিক সংখ্যা কোনোটিই নয় ?
A. 4
B. 1
C. 3
D. 2
Q.2. কোন এক ভাগ সংক্রান্ত অঙ্কে ভাগফল 403, ভাজক 100, এবং ভাগশেষ 58 হয়, তবে ভাজ্য কত ?
A. 40458
B. 34058
C. 43058
D. 40358
Q.3. একটি দুই অংক বিশিষ্ট সংখ্যার অঙ্কের যোগফল 8। যদি সংখ্যাটি থেকে 18 বিয়োগ করা হয়, তবে সংখ্যাটি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করবে। সংখ্যাটি কত ?
A. 44
B. 35
C. 62
D. 53
Q.4. 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 476 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ?
A. 47600
B. 10000
C. 10476
D. 10472
Q.5. একটি জোড় সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2। সংখ্যাটি হল ?
A. 2345
B. 3433
C. 3465
D. কোনোটিই নয়
Q.6. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত ?
A. 7
B. 5
C. 3
D. 2
Q.7. একটি 2 অঙ্কবিশিষ্ট সংখ্যা তার অঙ্কের সমষ্টি 5 গুণ। সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কগুলি পরস্পর স্থান পরিবর্তন করে। অঙ্কগুলির যোগফল —
A. 11
B. 7
C. 6
D. 9
Q.8. একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ শূন্য হয়। একই সংখ্যাকে 67 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
A. 0
B. 1
C. 2
D. 3
Q.9. একটি সংখ্যাকে 290 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 63। সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
A. 4
B. 5
C. 3
D. 6
Q.10. কতগুলি 3 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য ?
A. 149
B. 166
C. 150
D. 151
Q.11. x এবং y এমন দুটি অঙ্ক যে 65xy সংখ্যাটি 80 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। (x + y) = ?
A. 6
B. 5
C. 4
D. 3
Q.12. 200 এবং 600 এর মধ্যে কতগুলি সংখ্যা 4, 5 এবং 6 এর দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ?
A. পাঁচটি
B. ছয়টি
C. চারটি
D. আটটি
Q.13. 99548 এর নিকটতম কোন সংখ্যাটি 687 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ?
A. 99481
B. 99615
C. 99550
D. 99540
Leave a reply
You must login or register to add a new comment .