চলতি ও মূলধনি খাতের মধ্যে পার্থক্য
চলতি ও মূলধনি খাতের মধ্যে পার্থক্য গুলি নিম্নের সারণিতে দেখানো হলো
চলতি খাত | মূলধানি খাত |
---|---|
1) চলতি খাতে প্রবাহবাচক বিষয়ের-এর দেনাপাওনা অন্তর্ভুক্ত হয়। | 1) মূলধনি খাতে ভাণ্ডারবাচক বিষয়ের-এর দেনাপাওনা অন্তর্ভুক্ত হয়। |
2) চলতি খাতে লেনদেনগুলি ঘটে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং এই লেনদেনের ক্ষেত্রে হার শব্দটি ব্যবহৃত হয়। | 2) মূলধনি খাতে লেনদেনগুলি ঘটে বছরের শেষে। এক্ষেত্রে হার শব্দটি ব্যবহৃত হয় না। |
3) চলতি খাত দেশের বাণিজ্যগত অবস্থা পরিস্ফুট করে। | 3) মূলধনি খাত দেশের মূলধনগত অবস্থা বা ঋণগস্ততার অবস্থা পরিস্ফুট করে। |
4) চলতি খাতের বিষয়গুলি বৎসরের জাতীয় আয় এবং জাতীয় ব্যয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এই বিষয়গুলি প্রত্যক্ষভাবে জাতীয় আয়-ব্যয়কে প্রভাবিত করে। | 4) মূলধনি খাতের সব বিষয় প্রত্যক্ষভাবে চলতি বৎসরের জাতীয় আয় এবং জাতীয় ব্যয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হয় না। এগুলি ভবিষ্যৎ আয়-ব্যয়কে প্রভাবিত করে। |
5) চলতি খাত স্বয়ংভূত লেনদেন সূচিত করে। | 5) মূলধনি খাত অনেকাংশে চলতি খাতের উপর নির্ভর করে। |
Read More
- সমক পার্থক্য এর সংজ্ঞা দাও।
- লরেঞ্জ রেখা বলতে কী বােঝাে?
- লরেঞ্জ অনুপাত কাকে বলে?
- সমক পার্থক্যের সুবিধা ও অসুবিধা লেখো।
- লরেঞ্জ রেখার সাহায্যে আয় বৈষম্য কীভাবে পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো।
- লেনদেন ব্যালেন্সে ঘাটতি কীভাবে দূর করা যায় ?
- চলতি খাত ও মূলধনি খাতের বৈশিষ্ট্য আলােচনা করাে।
- বাণিজ্য উদবৃত্ত ও লেনদেন উদবৃত্তের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করাে।
- “লেনদেন ব্যালেন্সে সবসময় সমতা থাকে।” – উক্তিটি ব্যাখ্যা করাে।
Leave a reply
You must login or register to add a new comment .