পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর জেলাগুলোর অংশ বিশেষ এবং সমগ্র পুরুলিয়া জেলা নিয়ে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল গড়ে উঠেছে।
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হল :-
● (১) সমুদ্র থেকে বেশি দূরত্ব, রুক্ষ ভূমিরূপ এবং কম বৃষ্টিপাতের জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের তুলনায় শুষ্ক ও চরমভাবাপন্ন।
● (২) গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের তাপমাত্রা কখনও কখনও ৪৫° সেলসিয়াসে পৌঁছোয়। এই অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা প্রায় ৪০° সেলসিয়াস হয়।
● (৩) পশ্চিমবঙ্গের অঞ্চলে শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে (কোনো কোনো স্থানে ৪°- ৬° সেলসিয়াস পর্যন্ত)। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের শীতকালীন গড় তাপমাত্রা হয় প্রায় ১০° সেলসিয়াস।
● (৪) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গ্রীষ্মকালীন ও শীতকালীন তাপমাত্রায় বিরাট পার্থক্য দেখা যায়।
● (৫) মালভূমি অঞ্চলের পূর্ব থেকে পশ্চিম দিকে বৃষ্টিপাত ক্রমশ কমে যেতে থাকে।
● (৬) মালভূমি অঞ্চলের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ কম (মালভূমি অঞ্চলের গড় বার্ষিক বৃষ্টিপাত হল ১৪০-১৫০ সেন্টিমিটার)। কোনো কোনো বছর এই অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে খরার প্রাদুর্ভাব দেখা যায়।
Leave a reply
You must login or register to add a new comment .