Studymamu এর Current Affairs (ক্যারেন্ট অ্যাফেয়ার্স) বিভাগে আপনাকে স্বাগতম। Current Affairs GK in Bengali WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যারেন্ট অ্যাফেয়ার্স জিকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Current Affairs in Bengali
( ক্যারেন্ট অ্যাফেয়ার্স )
Q.01. সম্প্রতি দিল্লিতে ভারত এবং কোন দেশের মধ্যে মুক্ত বাণিজ্য আলােচনা শুরু হয়েছে?
Recently free trade talks between India and which country has started in Delhi?
a. ফ্রান্স/France
b. ব্রিটেন/Britain
c. ইতালি/Italy
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: লন্ডন, মুদ্রা: পাউন্ড স্টার্লিং, প্রধানমন্ত্রী: বরিস জনসন
Q.02. সম্প্রতি নিম্নলিখিত গুলির মধ্যে কে প্রথম ভারতীয় উইকেট কিপর ব্যাটসম্যান যিনি দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেটে শতরান করেছেন?
Who among the following has been the first Indian wicket keeper batsman to score a century in Test cricket in South Africa?
a. রবীন্দ্র জাদেজাRavindra Jadeja
b. ঋষভ পন্থ/Rishabh pant
c. কে এল রাহুল/KL Rahul
d. এর কোনটিই নয়/None of these
Q.03. সম্প্রতি টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী বক্সার লােভলিনা বােরগােহিনকে কোন রাজ্য সরকার DSP হিসাবে নিয়ােগ করেছে?
Tokyo Olympics bronze medalist boxer Lovlina Borgohain has been appointed as DSP by which state government?
a. মহারাষ্ট্র/Maharashtra
b. গােয়া/Goa
c. আসাম/Assam
d. এর কোনটিই নয়/None of these
Q.04. সম্প্রতি 16 তম কুইন্স ব্যাটল বিলে-র জন্য
কাকে নির্বাচিত করা হয়েছে?
Who has been selected for the 16th Queen’s Battle Relay?
a. সিমন্ত যােশী/simanta Joshi
b. দিপিকা রেড্ডি/Deepika Reddy
c. বিনিশা উমাশঙ্কর/Vinisha Umashankar
d. এর কোনটিই নয়/None of these
Q.05. সম্প্রতি ‘সশস্ত্র বাহিনী প্রবীণ দিবস’ কবে উদযাপিত হয়েছে?
When is the ‘Armed Forces Veterans Day’ celebrated?
a. 12 জানুয়ারি/12 January
b. 14 জানুয়ারি/14 January
c. 13 জানুয়ারি/13 January
d. এর কোনটিই নয়/None of these
Q.06. yangro ‘Indomitable: A Working Woman’s Notes on Work, Life and Leadership’ নামক বইটি কে প্রকাশ করেছেন?
Who released the book named ‘Indomitable: A Working Woman’s Notes on Work, Life and Leadership’?
a. সোমা মন্ডল/Soma Mondal
b. অরুন্ধতী ভট্টাচার্য/Arundhati Bhattacharya
c. স্মৃতি ইরানি/Smriti Irani
d. এর কোনটিই নয়/None of these
Q.07. সম্প্রতি কোন দেশ এরিক গার্পেত্তিকে ভারতে তার নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়ােগ করেছে?
Which country has appointed Eric Garcetti as its new ambassador to India?
a. ফ্রান্স/France
b. আমেরিকা/USA
c. অস্ট্রেলিয়া/Australia
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: ওয়াশিংটন D.c, মুদ্রা: US ডলার, প্রেসিডেন্ট: জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট : কমলা হ্যারিস
Q.08. সম্প্রতি ICMR-এর “ডঃ সুভাষ মুখার্জি পুরষ্কার” কে পেয়েছেন?
Who has received “Dr Subhas Mukherjee Award” of ICMR?
a. বিমল চৌতালা/Bimal Chautala
b. বিবেক প্রধান/Vivek Pradhan
c. সতীশ আদিগা/Satish Adiga
d. এর কোনটিই নয়/None of these
Indian Council of Medical Research
প্রতিষ্ঠিত: 1911, মহাপরিচালক: বলরাম ভার্গব, সদর দপ্তর: নয়াদিল্লি
Q.09. সম্প্রতি স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2021-22 কে চালু করেছেন?
Who has launched the Swachh Vidyalaya Puraskar 2021-22?
a. পীযূষ গােয়েল/Piyush Goyal
b. সুভাষ সরকার/Subhas Sarkar
c. হর্ষবর্ধন সিং/Harshvardhan Singh
d. এর কোনটিই নয়/None of these
Q.10. সম্প্রতি ISRO গগননের জন্য ক্রায়োজেনিক ইঞ্জিনটি সফলভাবে কোথায় পরীক্ষা করেছে?
Where has ISRO successfully tested the cryogenic engine for Gaganyaan?
a. ওডিশা/Odisha
b. তেলেঙ্গানা/Telangana
c. তামিলনাড়ু/Tamil Nadu
d. এর কোনটিই নয়/None of these
Q.11. সম্প্রতি 2022 মেলবাের্ন সামার সেট টেনিস টুর্নামেন্ট কে জিতেছেন?
Who has recently won wins 2022 Melbourne Summer Set tennis tournament?
a. রাফায়েল নাদাল/Rafael Nadal
b. নােভাক জকোভিচ/Novak Djokovic
c. অ্যান্ডি মারে/Andy Murray
d. এর কোনটিই নয়/None of these
Q.12. সম্প্রতি মার্ক রুট চতুর্থবারের মতাে কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন?
Mark Root has become the Prime Minister of which country for the fourth time?
a. তুর্কমেনিস্তান/Turkmenistan
b. নেদারল্যান্ড/Netherlands
c. নিকারাগুয়া/Nicaragua
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: আমস্টারডাম, প্রধানমন্ত্রী: মার্ক রুট, মুদ্রা: ইউরো
Leave a reply
You must login or register to add a new comment .