Studymamu এর Current Affairs (ক্যারেন্ট অ্যাফেয়ার্স) বিভাগে আপনাকে স্বাগতম। Current Affairs GK in Bengali WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যারেন্ট অ্যাফেয়ার্স জিকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Current Affairs in Bengali
( ক্যারেন্ট অ্যাফেয়ার্স )
Q.01. সম্প্রতি কোন মন্ত্রক রপ্তানি বাড়াতে ব্র্যান্ড ইন্ডিয়া ক্যাম্পেইন চালু করেছে?
Recently which ministry launchd Brand India Campaign to boost exports?
a. বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়/Ministry of Commerce and Industry
b. খাদ্য মন্ত্রণালয়/Ministry of Food
c. পররাষ্ট্র মন্ত্রণালয়/Ministry of External Affairs
d. এর কোনটিই নয়/None of these
Q.02. সম্প্রতি LIC ‘ডিজি জোন’ কোথায় উদ্বোধন করা হয়েছে?
Where has LIC ‘Digi Zone’ been inaugurated?
a. সুরট/Surat
b. চন্ডীগড়/Chandigarh
c. মুম্বাই/Mumbai
d, এর কোনটিই নয়/None of these
Life Insurance Corporation of India
প্রতিষ্ঠিত: 1 সেপ্টেম্বর 1956, চেয়ারপারসন: এম আর কুমার, সদর দপ্তর: মুম্বাই
Q.03. সম্প্রতি কোন রাজ্যে প্রথম খেলনা উৎপাদনকারী ‘কোপ্পাল টয় ক্লাস্টার তৈরীর ঘােষণা করা হয়েছে?
In which state the first toy manufacturing ‘Koppal Toy Cluster’ was announced?
a. কর্ণাটক/Karnataka
b. তামিলনাড়ু/Tamil Nadu
c. অন্ধ্র প্রদেশ/Andhra Pradesh
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী: বাসবরাজ বোম্বাই, গভর্নর: থাওয়ার চাঁদ গেহলট
Q.04. সম্প্রতি প্রতাপ সিং বানেকে কোন রাজ্য সরকার আজীবন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছে?
Pratap Singh Rane has been given the status of a lifetime Cabinet Minister by which state government?
a. রাজস্থান/Rajasthan
b. গোয়া/Goa
c. তামিলনাডু/Tamil Nadu
d. এর কোনটিই নয়/None of these
Q.05. সম্প্রতি খবরে থাকা ‘থুনক্কাট্টি’ আইনটি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযােজ্য?
The ‘Khuntkatti’ law which has in news recently is applicable in which state or UT of India?
a. ঝাড়খন্ড/Jharkhand
b. বাজস্থান/Rajasthan
c. কর্ণাটক/Karnataka
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: রাচি, মুখ্যমন্ত্রী: হেমন্ত সোরেন, গভর্নর: রমেশ বাইস
Q.06. সম্প্রতি Kvic দেশের প্রথম মােবাইল হানি প্রসেসিং ভ্যান কোথায় শুরু করেছে?
Where has KVIC started the country’s first mobile honey processing van?
a. সুরট/Surat
b. চন্ডীগড়IChandigarh
c. গাজিয়াবাদ/Ghaziabad
d. এর কোনটিই নয়/None of these
Khadi and Village Industries Commission
প্রতিষ্ঠিত: 1956, সদর দপ্তর: মুম্বাই, চেয়ারপারসন : বিনয় কুমার সাক্সেনা
Q.07. সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতজন নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে?
Recently how many new non-permanent members have been elected in the United Nations Security Council?
a. 4
b. 10
c. 5
d. এর কোনটিই নয়/None of these
নবনির্বাচিত সদস্য
ব্রাজিল, গ্যাবন, ঘানা, আলবেনিয়া, সংযুক্ত আরব আমিরাত
United Nations Security Council
সদর দপ্তর: নিউ ইয়র্ক (USA), প্রতিষ্ঠিত:24 অক্টোবর 1945
Permanent members (স্থায়ী সদস্য)
চীন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন
Q.08. সম্প্রতি ‘প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়েছে?
When is ‘Pravasi Bharatiya Divas’ celebrated?
a. 04 জানুয়ারি/08 January
b. 09 জানুয়ারি/09 January
c. 07 জানুয়ারি/07 January
d. এব কোনটিই নয়/None of these
Q.09. সম্প্রতি কোন দেশের ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘােষণা করেছেন?
Which country’s cricketer Danushka Gunathilaka has announced retirement from Test cricket?
a. ইংল্যান্ড/England
b, অস্ট্রেলিয়া/Australia
c. শ্রীলঙ্কা/Sri Lanka
d. এর কোনটিই নয়/None of these
Q.10. সম্প্রতি কোন দেশের মহাকাশচারীরা সফলভাবে প্রথম ম্যানুয়াল ডকিং পরীক্ষা সম্পন্ন করেছেন?
Which country’s astronauts have successfully completed the first manual docking experiment?
a. রাশিয়া/Russia
b. চীন/China
c. জাপান/Japan
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: বেইজিং, মুদ্রা: রেনমিনবি, প্রেসিডেন্ট: শি জিনপিং
Leave a reply
You must login or register to add a new comment .