Studymamu এর Current Affairs (ক্যারেন্ট অ্যাফেয়ার্স) বিভাগে আপনাকে স্বাগতম। Current Affairs GK in Bengali WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যারেন্ট অ্যাফেয়ার্স জিকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Current Affairs in Bengali
( ক্যারেন্ট অ্যাফেয়ার্স )
Q.01. সম্প্রতি ভারত বহুজাতিক নৌ মহডা MILAN-এ কতগুলি দেশকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে?
India has invited how many countries to participate in the multinational naval exercise MILAN?
a. 39
b. 54
c. 46
d. এর কোনটিই নয/None of these
Q.02. সম্প্রতি ONGC-র প্রথম মহিলা CMD হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
Who has been appointed as the first woman CMD of ONGC?
a. নিকিতা সােকাল/Nikita Sokal
b. আলকা মিত্তল/Alka Mittal
c. নিশি বাসুদেব/Nishi Vasudeva
d. এর কোনটিই নয়/None of these
Oil and Natural Gas Corporation
সদর দপ্তব: নয়াদিল্লি, CEO: সুভাষ কুমার, প্রতিষ্ঠিত: 14 আগস্ট 1956
Q.03. এই বছর G-7 শীর্ষ সম্মেলন আয়ােজনের জন্য কে এর সভাপতিত্ব গ্রহণ করেছে?
Who has taken over the chairmanship of G7 to host the summit this year?
a. কানাডা/Canada
b. জাপান/Japan
c. জার্মানী/Germany
d. এর কোনটিই নয়/None of these
1. কানাডা, 2. ফ্রান্স, 3. জার্মানি, 4. ইতালি, 5. জাপান, 6. ব্রিটেন, 7. মার্কিন যুক্তরাষ্ট্র
রাষ্ট্রপতি: ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার, রাজধানী: বার্লিন, মুদ্রা:ইউরো, চ্যান্সেলর: ওলাফ শােলজ
Q.04. সম্প্রতি ভাইব্র্যান্ট গুজরাট শীর্ষ সম্মেলনের কোন সংস্করণটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী 10 জানুয়ারি 2022 তারিখে উদ্বোধন করবেন?
Which edition of the Vibrant Gujarat Summit will be inaugurated by Prime Minister Narendra Modi on 10 January 2022?
a. 10TH
b. 12TH
c. 15TH
d. এব কোনটিই নয়/None of these
Q.05. সম্প্রতি 1971 সালের যুদ্ধে অংশগ্রহণকারী নৌবাহিনীর কোন ভাইস অ্যাডমিরাল 100 বছর বয়সে প্রয়াত হলেন?
Which Vice Admiral of the Navy involved in the 1971 war has passed away at the age of 100?
a. রঞ্জিত সিং/Ranjeet Singh
b. এস এইচ শর্মা/S H Sarma
c. বলদেব প্রকাশ/Baldev Prakash
d. এর কোনটিই নয়/None of these
Q.06. সম্প্রতি কোন দেশ Covid-19 IHU-এর একটি নতুন রূপ পাওয়া গেছে?
Which country has discovered a new variant of Covid-19 IHU?
a. রাশিয়া/Russia
b. ব্রাজিল/Brazil
c. ফ্রান্স/France
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: প্যারিস, মুদ্রা: ইউবাে, CFP ফ্রাঙ্ক, প্রেসিডেন্ট : ইমানুয়েল ম্যাক্রন
Q.07. সম্প্রতি জলশক্তি মন্ত্রকের সচিব হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?
Who has taken over as the Secretary in the Ministry of Jal Shakti?
a. পঙ্কজ শর্মা/Pankaj Sharma
b. বিনি মহাজন/Vini Mahajan
c. বিনােদ কান্নন/Vinod Kannan
d. এর কোনটিই নয়/None of these
Q.08. সম্প্রতি জাতীয় পাখি দিবস’ কবে পালিত হয়েছে?
When is ‘National Bird Day’ celebrated?
a. 03 জানুয়ারি/03 January
b. 05 জানুয়ারি/05 January
c. 04 জানুয়ারি/04 January
d. এর কোনটিই নয়/None of these
Q.09. সম্প্রতি বিশ্ব ব্রেইল দিবস কবে উদযাপিত হয়েছে?
When is ‘World Braille Day’ celebrated?
a. 02 জানুয়ারি/02 January
b. 04 জানুয়ারি/04 January
c. 03 জানুয়ারি/03 January
d. এর কোনটিই নয়/None of these
Q.10. লখনউ IPL দলের নতুন নাম কী?
What is the new name of Lucknow IPL team?
a. Lucknow Lions XI
b. Lucknow Kings XI
c. Lucknow Warrior
d, এর কোনটিই নয়/None of these
Leave a reply
You must login or register to add a new comment .