Studymamu এর Current Affairs (ক্যারেন্ট অ্যাফেয়ার্স) বিভাগে আপনাকে স্বাগতম। Current Affairs GK in Bengali WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যারেন্ট অ্যাফেয়ার্স জিকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Current Affairs in Bengali
( ক্যারেন্ট অ্যাফেয়ার্স )
Q.01. সম্প্রতি 01 জানুয়ারি 2022 তারিখে কে তার 68 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?
Who has celebrated its 64th Foundation Day on 01 January 2022?
a. NTPC
b. DRDO
C. ITBP
d. এর কোনোটিই নয়/None of these
Defence Research and Development Organisation
প্রতিষ্ঠিত: 1958, সদর দপ্তর: DRDO ভবন (নয়াদিল্লি), চেয়ারম্যান: ডঃ জি সাথিশ রেড্ডি, Motto: “Strength’s Origin is in Knowledge”
Q.02. সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির রিপাের্ট অনুযায়ী 2021 সালে ভারতে কতগুলি বাঘের মৃত্যু হয়েছে?
According to the recently released National Tiger Conservation Authority report how many tigers have died in India in 2021?
a. 44
b. 126
c. 56
d. এর কোনটিই নয়/None of these
Q.03. সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্ট দেশের প্রথম কাগজবিহীন আদালত হয়ে উঠেছে?
Which state’s High Court has become the country’s first paperless court?
a. কেরালা/Kerala
b. মণিপুর/Manipur
c. মিজোরাম/Mizoram
d. এর কোনটিই নয়/None of these
Q.04. সম্প্রতি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 24তম প্রধান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?
Who has taken over as the 24th Chief of the Indian Coast Guard?
a. সঞ্জয় অরোরা/Sanjay Arora
b. সােমা শব প্রসাদ/Soma Sankara Prasad
c. ভি এস পাঠানিয়া/VS Pathania
d. এর কোনটিই নয়/None of these
Indian Coast Guard
সদর দপ্তর: নয়াদিল্লি, মহাপরিচালক: বীরেন্দ্র সিং পাঠানিয়া, প্রতিষ্ঠিত: 1 ফেব্রুয়ারি 1977
Q.05. সম্প্রতি প্রধানমন্ত্রী মােদী কোন রাজ্যে সাভরা কুন্দু জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন?
In which state has Prime Minister Modi inaugurated the Savra Kuddu Hydroelectric Project?
a. বাতাস্থান/Rajasthan
b. হিমাচল প্রদেশ/Himachal Pradesh
c. উত্তর প্রদেশ/Uttar Pradesh
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: সিমলা (গ্রীষ্মকাল) ধর্মশালা (শীতকাল), রাজ্যপাল: রাজেন্দ্র বিশ্বনাথ আলেকার, মুখ্যমন্ত্রী: জয় রাম ঠাকুর
Q.06. সম্প্রতি পাবলিক টয়লেটের অবস্থার উন্নতির জন্য ‘রাইট টু পি প্রচারাভিযান টি কোথায় চালু করা হয়েছে?
Where has the ‘Right to Pee’ campaign been launched to improve the condition of public toilets?
a. ওডিশা/Odisha
b. মহারাষ্ট্র/Maharashtra
c. বাজস্থান/Rajasthan
d. এর কোনটিই নয়/None of these
বাজধানী: মুম্বাই, মুখ্যমন্ত্রী: উদ্ধব ঠাকরে, রাজ্যপাল: ভগৎ সিং কোশিয়ারি
Q.07. সম্প্রতি কোন দেশ বিশ্বের ষষ্ঠ দেশ হয়ে উঠেছে যারা 10 মিলিয়নেরও বেশি Covid-19 সংক্রমণের রিপোর্ট কবেছে?
Which country has become the sixth country in the world to report more than 10 million Covid-19 infections?
a. রাশিয়া/Russia
b. ব্রাজিল/Brazil
C. ফ্রান্স/France
d. এর কোনটিই নয়/None of these
মুদ্রা: ইউরো, CFP ফ্রাঙ্ক, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, বাজধানী: প্যারিস
1. আমেরিকা, 2. ভাবত, 3. ব্রাজিল, 4. ব্রিটেন, 5. রাশিয়া
0.08. সম্প্রতি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জেলা-স্তবের সুশাসন সূচক জারিকরা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে?
Which of the following become the first union territory to released District-Level Good Governance Index recently?
a. লাদাখ/Ladakh
b. জম্মু ও কাশ্মীর/Jammu and Kashmir
c. দিল্লি/Delhi
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: জম্মু (শীতকাল) শ্রীনগর (গ্রীষ্মকাল), লেফটেন্যান্ট গভর্নর : মনােজ সিনহা
Q.09. সম্প্রতি ওমিক্রন ভেরিয়েন্ট পরীক্ষার জন্য প্রথম দেশীয় কিট টি অনুমােদিত হয়েছিল এর নাম কী?
The first indigenous kit for testing Omicron variants was approved what is its name?
a. OmiPlus
b. Omicheck
c. OmiSure
d. এর কোনটিই নয়/None of these
Q.10. সম্প্রতি স্টারলিংক ইন্ডিয়ার প্রধান পদত্যাগ কবেছেন তার নাম কী?
The head of Starlink India resigned what is his name?
a. এস বালাচন্দবS Balachander
b. সঞ্জয় ভার্গবাSanjay Bhargava
c. বিনীত গােযেল/Bineet Goyal
d. এর কোনটিই নয/None of these
Leave a reply
You must login or register to add a new comment .