Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

Current Affairs Bengali PDF 9 October 2021

Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.

Daily Current Affairs Bengali PDF

ক্যারেন্ট অ্যাফেয়ার্স 

Q.1. সম্প্রতি ‘বিশ্ব শিক্ষক দিবস‘ কবে পালিত হয়েছে ?

A. 04 অক্টোবর
B. 05 অক্টোবর
C. 03 অক্টোবর
D. এর কোনোটিই নয়

B. 05 অক্টোবর

Theme : “Teachers at the heart of education recovery”
The United Nations Educational Scientific and Cultural Organization
প্রতিষ্ঠিত : 16 নভেম্বর 1945
সদর দপ্তর : প্যারিস (ফ্রান্স)
ডাইরেক্টর জেনারেল : অড্রে আজোলে

 

Q.2. সম্প্রতি কোন রাজ্যের GI Tag প্রাপ্ত মিষ্টি মিহিদানার প্রথম খেপ বাহরিনে রপ্তানি করা হয়েছে ?

A. ওডিশা
B. পশ্চিমবঙ্গ –
C. অন্ধ্রপ্রদেশ
D. এর কোনোটিই নয়

B. পশ্চিমবঙ্গ 

রাজধানী : মানামা
মুদ্রা : বাহরাইনি দিনার
রাজা : হামাদ বিন ইসা আল খলিফা

রাজধানী : কলকাতা
মুখ্যমন্ত্রী : মমতা ব্যানার্জি
রাজ্যপাল : জগদীপ ধনখার

 

Q.3. সম্প্রতি Indian Steel Association -র সেক্রেটারী জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?

A. নীরজ গর্গ
B. অলোক সহায়
C. রামগোবিন্দ মিশ্র
D. এর কোনোটিই নয়

B. অলোক সহায়

Indian Steel Association
সদর দপ্তর : নয়াদিল্লি
প্রতিষ্ঠিত : 2014

 

Q.4. জলশক্তি মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন নদীটি ভারতের সবচেয়ে স্বচ্ছ নদী ?

A. উমংগোট নদী
B. গঙ্গা নদী
C. ব্রহ্মপুত্র
D. এর কোনোটিই নয়

A. উমংগোট নদী

 

Q.5. সম্প্রতি RBI কাকে NBFC -র প্রশাসক (Administrator) হিসেবে নিয়োগ করেছে ?

A. বিশাখা মিশ্র
B. রজনীশ শর্মা
C. বিকাশ মিত্তল
D. এর কোনোটিই নয়

B. রজনীশ শর্মা 

Reserve Bank of India
সদর দপ্তর : মুম্বাই
প্রতিষ্ঠিত : 1 এপ্রিল 1935 (কলকাতা)
গভর্নর : শক্তিকান্ত দাস

 

Q.6. সম্প্রতি অস্ট্রেলিয়ায় টেস্ট শতরান করা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় কে হয়েছেন ?

A. স্মৃতি মান্ধানা
B. মিতালি রাজ
C. পুনম যাদব
D. এর কোনোটিই নয়

A. স্মৃতি মান্ধানা 

রাজধানী : ক্যানবেরা
মুদ্রা : অস্ট্রেলিয়ান ডলার
প্রধানমন্ত্রী : স্কট মরিসন

 

Q.7. সম্প্রতি কোন দল প্রথম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ?

A. মোহামেডান
B. FC গোয়া
C. বেঙ্গালুরু FC
D. এর কোনোটিই নয়

B. FC গোয়া

 

Q.8. সম্প্রতি কোন রাজ্য প্রথম দারুচিনির সংঘটিত চাষ শুরু করেছে ?

A. কেরালা
B. হিমাচল প্রদেশ
C. উত্তরাখণ্ড
D. এর কোনোটিই নয়

B. হিমাচল প্রদেশ 

রাজধানী : সিমলা (গ্রীষ্মকাল) ধর্মশালা (শীতকাল)
মুখ্যমন্ত্রী : জয় রাম ঠাকুর
রাজ্যপাল : রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার

 

Q.9. সম্প্রতি ভারতে স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড উদ্যোগের প্রধান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?

A. আমিশ মেহতা
B. অধীর অরোরা
C. সঞ্জয় ভাগর্ব
D. এর কোনোটিই নয়

C. সঞ্জয় ভাগর্ব

 

Q.10. সম্প্রতি ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐশ্বরিয়া প্রতাপ তোমর কোন পদক জিতেছেন ?

A. ব্রোঞ্চ
B. গোল্ড
C. সিলভার
D. এর কোনোটিই নয়

B. গোল্ড

International Shooting Sport Federation
সদর দপ্তর : মিউনিখ জার্মানি
প্রতিষ্ঠিত : 1907
প্রেসিডেন্ট : ভ্লাদিমির লিসিন

 

Q.11. সম্প্রতি কোন রাজ্য সরকার MGNREGA কর্মীদের সাম্মানিক বেতন বাড়ানোর ঘোষণা করেছে ?

A. রাজস্থান
B. মহারাষ্ট্র
C. উত্তর প্রদেশ
D. এর কোনোটিই নয়

C. উত্তর প্রদেশ 

রাজধানী : লখনউ
মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
গভর্নর : আনন্দীবেন প্যাটেল

 

Q.12. সম্প্রতি লোকপ্রিয় গোপীনাথ বোর্দোলোই পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?

A. অমিত শাহ
B. এম বেস্কাইয়া নাইডু
C. রাজনাথ সিং
D. এর কোনোটিই নয়

B. এম বেস্কাইয়া নাইডু

 

Q.13. সম্প্রতি Amrutanjan হেলথকেয়ার কাকে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে ?

A. মীরাবাই চানু
B. বজরং পুনিয়া
C. উপরের উভয়
D. এর কোনোটিই নয়

C. উপরের উভয়

 

Q.14. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী তিনদিব্যাপী আরবান কনক্লেভের উদ্বোধন কোথায় করেছেন ?

A. বারাণসী
B. নয়াদিল্লি
C. লখনউ
D. এর কোনোটি নয়

C. লখনউ

 

Read also :-

GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন

Download PDF

Please wait..
If the download didn’t start automatically, click here.

Leave a reply