Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.
Daily Current Affairs Bengali PDF
ক্যারেন্ট অ্যাফেয়ার্স
Q.1. সম্প্রতি ‘বিশ্ব শিক্ষক দিবস‘ কবে পালিত হয়েছে ?
A. 04 অক্টোবর
B. 05 অক্টোবর
C. 03 অক্টোবর
D. এর কোনোটিই নয়
Q.2. সম্প্রতি কোন রাজ্যের GI Tag প্রাপ্ত মিষ্টি মিহিদানার প্রথম খেপ বাহরিনে রপ্তানি করা হয়েছে ?
A. ওডিশা
B. পশ্চিমবঙ্গ –
C. অন্ধ্রপ্রদেশ
D. এর কোনোটিই নয়
Q.3. সম্প্রতি Indian Steel Association -র সেক্রেটারী জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?
A. নীরজ গর্গ
B. অলোক সহায়
C. রামগোবিন্দ মিশ্র
D. এর কোনোটিই নয়
Q.4. জলশক্তি মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন নদীটি ভারতের সবচেয়ে স্বচ্ছ নদী ?
A. উমংগোট নদী
B. গঙ্গা নদী
C. ব্রহ্মপুত্র
D. এর কোনোটিই নয়
Q.5. সম্প্রতি RBI কাকে NBFC -র প্রশাসক (Administrator) হিসেবে নিয়োগ করেছে ?
A. বিশাখা মিশ্র
B. রজনীশ শর্মা
C. বিকাশ মিত্তল
D. এর কোনোটিই নয়
Q.6. সম্প্রতি অস্ট্রেলিয়ায় টেস্ট শতরান করা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় কে হয়েছেন ?
A. স্মৃতি মান্ধানা
B. মিতালি রাজ
C. পুনম যাদব
D. এর কোনোটিই নয়
Q.7. সম্প্রতি কোন দল প্রথম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ?
A. মোহামেডান
B. FC গোয়া
C. বেঙ্গালুরু FC
D. এর কোনোটিই নয়
Q.8. সম্প্রতি কোন রাজ্য প্রথম দারুচিনির সংঘটিত চাষ শুরু করেছে ?
A. কেরালা
B. হিমাচল প্রদেশ
C. উত্তরাখণ্ড
D. এর কোনোটিই নয়
Q.9. সম্প্রতি ভারতে স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড উদ্যোগের প্রধান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?
A. আমিশ মেহতা
B. অধীর অরোরা
C. সঞ্জয় ভাগর্ব
D. এর কোনোটিই নয়
Q.10. সম্প্রতি ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐশ্বরিয়া প্রতাপ তোমর কোন পদক জিতেছেন ?
A. ব্রোঞ্চ
B. গোল্ড
C. সিলভার
D. এর কোনোটিই নয়
Q.11. সম্প্রতি কোন রাজ্য সরকার MGNREGA কর্মীদের সাম্মানিক বেতন বাড়ানোর ঘোষণা করেছে ?
A. রাজস্থান
B. মহারাষ্ট্র
C. উত্তর প্রদেশ
D. এর কোনোটিই নয়
Q.12. সম্প্রতি লোকপ্রিয় গোপীনাথ বোর্দোলোই পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?
A. অমিত শাহ
B. এম বেস্কাইয়া নাইডু
C. রাজনাথ সিং
D. এর কোনোটিই নয়
Q.13. সম্প্রতি Amrutanjan হেলথকেয়ার কাকে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে ?
A. মীরাবাই চানু
B. বজরং পুনিয়া
C. উপরের উভয়
D. এর কোনোটিই নয়
Q.14. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী তিনদিব্যাপী আরবান কনক্লেভের উদ্বোধন কোথায় করেছেন ?
A. বারাণসী
B. নয়াদিল্লি
C. লখনউ
D. এর কোনোটি নয়
Read also :-
GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন
Leave a reply
You must login or register to add a new comment .