Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

Current Affairs Bengali PDF 8 October 2021

Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.

Daily Current Affairs Bengali PDF

ক্যারেন্ট অ্যাফেয়ার্স 

Q.1. সম্প্রতি কে দূদর্শন ভারত পরিক্রমা-র সুভারম্ভ করেছেন ?

A. নরেন্দ্র মোদি
B. অমিত শাহা
C. রাজনাথ সিং
D. এর কোনোটিই নয়

B. অমিত শাহা 

 

Q.2. সম্প্রতি 2021 সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?

A. ডেভিড জুলিয়াস
B. আরডেম পাটাপুটিয়াম
C. উপরের উভয়ই
D. এর কোনোটিই নয়

C. উপরের উভয়ই

 

Q.3. সম্প্রতি আরব সাগরে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের নাম কি যা গুজরাট এবং মহারাষ্ট্র কে প্রভাবিত করেছে ?

A. তাউতে
B. গুলাব
C. শাহীন
D. এর কোনোটিই নয়

A. তাউতে

 

Q.4. সম্প্রতি 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন কে ?

A. গুলগা টোকারকজুক
B. পিটার হ্যান্ডকে
C. জর্জিও পারিসি
D. আব্দুলরজ্জাক গুর্নাহ

D. আব্দুলরজ্জাক গুর্নাহ 

  • ইনি তানজিনিয়ার উপন্যাসিক।
  • ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনীর জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
  • তানজানিয়ার নাগরিক আব্দুলরাজ্জাক গুনাহ যুক্তরাজ্যে বসবাস করেন। ইনি মূলত ইংরেজিতে লেখেন।
  • তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে প্যারাডাইস (1998), বাই দ্য সি (2001), এবং ডেজারশন (2005)
  • Q.5. সম্প্রতি বিশ্ব তুলা দিবস কবে পালিত হয়েছে ?

    A. 02 অক্টোবর
    B. 05 অক্টোবর
    C. 07 অক্টোবর
    D. এর কোনোটি নয়

    C. 07 অক্টোবর 

    • Theme : Cotton for Good

     

    Q.6. সম্প্রতি কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চল পরিবেশ দূষণ সংক্রান্ত সমস্যা দূরীকরণে Green War Room মোবাইল অ্যাপ লঞ্চ করেছে ?

    A. দিল্লি
    B. আসাম
    C. উত্তর প্রদেশ
    D. এর কোনোটি নয়

    A. দিল্লি

    • মুখ্যমন্ত্রী : অরবিন্দ কেজরিওয়াল
      রাজ্যপাল : অনিল বাইজাল

     

    Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার স্যানিটারি ন্যাপকিন প্রদান করার জন্য ‘স্বচ্ছ’ ক্যাম্পেইন লঞ্চ করল ?

    A. মধ্যপ্রদেশ
    B. অন্ধ্রপ্রদেশ
    C. রাজস্থান
    D. এর কোনোটিই নয়

    B. অন্ধ্রপ্রদেশ

    • মুখ্যমন্ত্রী : ওয়াই এস. জগমোহন রেড্ডি
    • রাজ্যপাল : বিশ্ব ভূষণ হরিচন্দন
    • অন্ধ্রপ্রদেশের জেলার সংখ্যা : 13
    • হাইকোর্টের মুখ্য বিচারপতি : অরুপ কুমার গোস্বামী
    • অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সিট সংখ্যা : 11 টি
    • লোকসভা সিট সংখ্যা : 25 টি

     

    Q.8. সম্প্রতি কোন ব্যাংক ভারতীয় নৌ-সেনার জন্য NAV-eCash কার্ড লঞ্চ করল ?

    A. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
    B. আই ডি বি আই ব্যাঙ্ক
    C. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
    D. এর কোনোটিই নয়

    A. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

    • চেয়ারপারসন : দীনেশ কুমার খাড়া
    • সদরদপ্তর : মুম্বাই

     

    Q.9. সম্প্রতি ‘ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন’ এর সভাপতি হিসেবে কে নিযুক্ত হলেন ?

    A. অভয় যাদব
    B. সহদেব যাদব
    C. অমিত রহিদাস
    D. এর কোনোটিই নয়

    B. সহদেব যাদব

     

    Q.10. সম্প্রতি 2021 সালে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ?

    A. রতন টাটা
    B. মুকেশ আম্বানি
    C. শিভ নাদার
    D. এর কোনোটিই নয়

    C. শিভ নাদার 

    • শিভ নাদার (HCL টেকনোলজির চেয়ারম্যান)
    • 2008 সালে পদ্মভূষণ পুরস্কার পান
    • ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (USIBC) গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড প্রাপক হিসেবে শিব নাদার এবং মল্লিকা শ্রীনিবাসনকে বেছে নিয়েছে।
    • মল্লিকা শ্রীনিবাস ট্র্যাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেডের (TAFE) চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।
    • 2021 সালের 6 – 7 অক্টোবর ভারত আইডিয়াস সামিটে উভয়কে সম্মানিত করা হলো।

     

    Read also :-

    GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন

    Download PDF

    Please wait..
    If the download didn’t start automatically, click here.

    Leave a reply