Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.
Daily Current Affairs Bengali PDF
ক্যারেন্ট অ্যাফেয়ার্স
Q.1. সম্প্রতি কোন রাজ্যের ‘সাদা পেঁয়াজ’ GI – ট্যাগ পেয়েছে ?
A. বিহার
B. মধ্যপ্রদেশ
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়
Q.2. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল গোরক্ষা সচেতনতা অভিযান শুরু করেছেন ?
A. হরিয়ানা
B. পাঞ্জাব
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়
Q.3. সম্প্রতি ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারা গেছেন তার নাম কী ?
A. ব্রজেশ মিশ্র
B. অধীর অরোরা
C. অর্জুন ভাটি
D. এর কোনোটিই নয়
Q.4. সম্প্রতি কোন রাজ্যের তিনটি জেলাকে অশান্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে ?
A. মিজোরাম
B. নাগাল্যান্ড
C. অরুণাচল প্রদেশ
D. এর কোনোটিই নয়
Q.5. সম্প্রতি কোন রাজ্য সরকার প্যাকেজড মিনারেল ওয়াটার নিষিদ্ধ করেছে ?
A. আসাম
B. সিকিম
C. উত্তরাখণ্ড
D. এর কোনোটিই নয়
Q.6. সম্প্রতি কোন মন্ত্রক ‘SACRED Portal’ চালু করেছে ?
A. সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
B. কৃষি মন্ত্রণালয়
C. প্রতিরক্ষা মন্ত্রণালয়
D. এর কোনোটি নয়
Q.7. সম্প্রতি বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা কোন দেশে 4 দিনের সফরে গেছেন ?
A. শ্রীলংকা
B. জার্মানি
C. ফ্রান্স
D. এর কোনোটিই নয়
Q.8. সম্প্রতি ‘মেরিলেবোন ক্রিকেট ক্লাব’ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ?
A. এস এ কুক
B. ক্লেয়ার কনর
C. এস এল বাথাম
D. এর কোনোটিই নয়
Q.9. সম্প্রতি ‘Liva Miss Diva Universe 2021’ খেতাব কে জিতেছেন ?
A. সোনাল কুকরেজা
B. হারনাজ সান্ধু
C. দিভিতা রাই
D. এর কোনোটিই নয়
Q.10. সম্প্রতি ‘এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ’ এ ভারতীয় দল কোন পদক জিতেছে ?
A. সিলভার
B. সোনা
C. ব্রোঞ্জ
D. এর কোনোটি নয়
Q.11. সম্প্রতি কোন দেশ পারমাণবিক সাবমেরিন থেকে প্রথমবারের মতো হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে পরীক্ষা করেছে ?
A. ইটালি
B. রাশিয়া
C. জার্মানি
D. এর কোনোটি নয়
Q.12. সম্প্রতি ‘বিশ্ব প্রাণী দিবস’ কবে পালন করা হয়েছে ?
A. 03 অক্টোবর
B. 04 অক্টোবর
C. 02 অক্টোবর
D. এর কোনোটি নয়
Read also :-
GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন
Leave a reply
You must login or register to add a new comment .