Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.
Daily Current Affairs Bengali PDF
(ক্যারেন্ট অ্যাফেয়ার্স )
Q.1. ১৮৬০০ ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ মোটর যোগী রাস্তা কোথায় উদ্বোধন হয়েছে?
1. লাদাখ
2. হিমাচল প্রদেশ
3. উত্তরাখণ্ড
4. কোনোটিই নয়
Q.2. জে.বি মহাপাত্র সম্প্রতি নিচের কোনটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে?
1. IRDAI
2. CBDT
3. NABARD
4. None of these
Q.3. অ্যাক্সিস ব্যাংক সম্প্রতি কোনটির সাথে যুক্ত হলো “Bharat Swipe” লঞ্চ করার জন্য?
1. BharatPe
2. PhonePe
3. Paytm
4. None of these
Q.4. RBI সম্প্রতি সঞ্জীব চৌধুরীকে কোন ব্যাংকের পার্টটাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন?
1. HDFC Bank
2. Axis Bank
3. IDFC Bank
4. None of these
Q.5. সম্প্রতি কোন রাজ্য বিনামূল্যে জল দেওয়ার জন্য দেশের প্রথম হয়েছে?
1. কেরালা
2. পশ্চিমবঙ্গ
3. গোয়া
4. None of these
Q.6. FASSAI কর্তৃক রেলওয়ে স্টেশন সম্প্রতি ফাইভস্টার “ইট রাইট” স্টেশন সার্টিফিকেট পেল?
1. চন্ডীগড় রেলস্টেশন
2. দিল্লি রেল স্টেশন
3. জয়পুর রেলস্টেশন
4. None of these
Q.7. সম্প্রতি কোন রাজ্য/Union Territory স্নো লেপার্ড কে স্টেট এনিমেল হিসেবে ঘোষণা করল?
1. পশ্চিমবঙ্গ
2. লাদাখ
3. সিকিম
4. None of these
Q.8 কোন রাজ্য/Union Territory সম্প্রতি সেল্ফ হেল্প গ্রুপ (SGH) মহিলাদের জন্য সাথ প্রোগ্রাম লঞ্চ করল?
1. জম্মু ও কাশ্মীর
2. পশ্চিমবঙ্গ
3. দিল্লি
4. None of these
Q.9. সম্প্রতি প্রয়াত সিদ্ধার্থ শুক্লা নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন?
1. সাহিত্য
2. শিক্ষকতা
3. অভিনয়
4. None of these
Q.10. সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে কে নিউরোসার্জারিতে ইন্টার্নেশনাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন?
1. ডাঃ বসন্ত কুমার মিস্রা
2. ডাঃ রতন লাল মিত্তল
3. ডাঃ বেল্লে মনপা হেগড়ে
4. None of these
Read also :- Current Affairs in Bengali – 3 September 2021
প্রতিদিন Bangla Current Affairs PDF আপডেট (Updated) থাকার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন Visit করুন। অথবা আমাদের ওয়েবসাইটের নিচে বেল আইকন এ ক্লিক করে STUDYMAMU কে সাবস্ক্রাইব করুন। অথবা আমাদের Web App ইনস্টল করুন। যদি আমাদের Web App ইনস্টল করার নোটিফিকেশন শো না হয় তাহলে Chrome Browser এর ওপরে থ্রী ডট এ ক্লিক করুন। তারপর ইনস্টল আপা এ ক্লিক করে আমাদের Web App ইনস্টল করুন।
Web App ইনস্টল সম্পর্ণ হলে আপনার মোবাইল এর Home স্ক্রিনে StudyMamu app এর Logo শো হবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট www.studymamu.com এ ডাইরেক্ট Visit করতে পারবেন।
Leave a reply
You must login or register to add a new comment .