Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

Current Affairs Bengali PDF 28 September 2021

Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.

Daily Current Affairs Bengali PDF

ক্যারেন্ট অ্যাফেয়ার্স

Q.1. সম্প্রতি কোন রাজ্যের শসা GI – ট্যাগ পেয়েছে ?

A. মনিপুর
B. তামিলনাডু
C. নাগাল্যান্ড
D. এর কোনোটিই নয়

C. নাগাল্যান্ড 

রাজধানী : কোহিমা
মুখ্যমন্ত্রী : নেইফিউ রিও

 

Q.2. সম্প্রতি ‘বিশ্ব নদী দিবস’ কবে পালিত হয়েছে ?

A. 25 সেপ্টেম্বর
B. 26 সেপ্টেম্বর
C. 24 সেপ্টেম্বর
D. এর কোনোটিই নয়

B. 26 সেপ্টেম্বর 

United Nations
সদরদপ্তর নিউইয়র্ক
প্রতিষ্টিত 24 অক্টোবর 1945
মহাসচিব আন্তোনিও গুতেরেস

International River Foundation
সদর দপ্তর : ব্রিসবেন (অস্ট্রেলিয়া)
অধিষ্ঠিত : 2003
CEO : ইভা এবল

 

Q.3. সম্প্রতি কোন দেশ সেপ্টেম্বর 2021 থেকে সমস্ত দেশ থেকে ক্রিপ্টো লেনদেনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ?

A. আমেরিকা
B. চীন
C. জাপান
D. এর কোনোটি নয়

B. চীন 

রাজধানী : বেইজিং
প্রেসিডেন্ট : শি জিনপিং

 

Q.4. সম্প্রতি কোন রাজ্যের সোজাত মেহেন্দিকে GI ট্যাগ দেওয়া হয়েছে ?

A. জম্মু ও কাশ্মীর
B. রাজস্থান
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়

B. রাজস্থান 

রাজধানী : জয়পুর
মুখ্যমন্ত্রী : অশোক গেহলট
রাজ্যপাল : কলরাজ মিশ্র

 

Q.5. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিশুদের জন্য একটি ডিজিটাল আসক্তি মুক্তি কেন্দ্র খোলার ঘোষণা করেছেন ?

A. মনিপুর
B. নাগাল্যান্ড
C. কেরালা
D. এর কোনোটিই নয়

C. কেরালা 

রাজধানী : তিরুবনন্তপুরম
মুখ্যমন্ত্রী : পিনারাই বিজয়ন
গভর্নর : আরিফ মহাম্মদ খান

 

Q.6. সম্প্রতি CBSE এবং কোন IIT একসাথে অনলাইন সিরিজ একলব্য শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ?

A. IIT Delhi
B. IIT Gandhinagar
C. IIT Kanpur
D. এর কোনোটিই নয়

B. IIT Gandhinagar 

Central Board of Secondary Education
স্থাপন : 2 জুলাই 1929
সদর দপ্তর : নয়াদিল্লি
চেয়ারপারসন : মনোজ আহুজা

 

Q.7. সম্প্রতি Asiamoney দ্বারা পরিচালিত সমীক্ষায় কোন সংখ্যাকে ভারতের সর্বোচ্চ অসামান্য সংস্থা (Most Outstanding Company) হিসেবে বেছে নেওয়া হয়েছে ?

A. YES Bank
B. ICIC Bank
C. HDFC Bank
D. এর কোনোটিই নয়

C. HDFC Bank 

Housing Development Finance Corporation
সদরদপ্তর : মুম্বাই
প্রতিষ্ঠিত : 1994
CEO : শশিদল জগদীশন

 

Q.8. সম্প্রতি ‘The Battle of Rezang la’ বইটি কে লিখেছেন ?

A. অমিতাভ ঘোষ
B. কুলপ্রীত যাদব
C. বিজয় গোখলে
D. এর কোনোটিই নয়

B. কুলপ্রীত যাদব

 

Q.9. সম্প্রতি বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তার নাম কি ?

A. গুলাব
B. তাউতে
C. আম্ফান
D. এর কোনোটিই নয়

A. গুলাব

 

Q.10. সম্প্রতি অনুরাগ ঠাকুর দূরদর্শণ এবং অল ইন্ডিয়া রেডিওর জন্য ট্রান্সমিটার অপারেশন কোথায় শুরু করেছেন ?

A. লাদাখ
B. সিকিম
C. মনিপুর
D. এর কোনোটিই নয়

A. লাদাখ 

রাজধানী : লেহ কারগিল
লেফটেন্যান্ট গভর্নর : রাধা কৃষ্ণ মাথুর

 

Q.11. সম্প্রতি কোন রাজ্য সরকার উপরাষ্ট্রপতি কে সর্বোচ্চ অসামরিক পুরস্কার এর সম্মানিত করবে ?

A. মিজোরাম
B. মেঘালয়
C. আসাম
D. এর কোনোটিই নয়

C. আসাম 

রাজধানী : দিসপুর
মুখ্যমন্ত্রী : হিমন্ত বিশ্ব শর্মা
গভর্নর : জগদীশ মুখী

 

Q.12. সম্প্রতি কোন রাজ্যে তেহরি বাঁধ প্রথমবারের মতো পূর্ণ জলাধার ক্ষমতা অর্জন করেছে ?

A. হরিয়ানা
B. উত্তরাখণ্ড
C. ওডিশা
D. এর কোনোটিই নয়

B. উত্তরাখণ্ড 

রাজধানী : দেরাদুন (শীতকালীন) গাইরসেইন (গ্রীষ্মকালীন)
মুখ্যমন্ত্রী : পুষ্কর সিং ধামি
গভর্নর : গুরমিত সিং

 

Q.13. সম্প্রতি 2021 সালে প্রধানমন্ত্রী সহজ বিজলি ঘর ঘর যোজনা (সৌভাগ্য যোজনা) প্রতিষ্ঠার কত বছর পূর্ণ করেছে ?

A. 4
B. 7
C. 5
D. এর কোনোটিই নয়

A. 4

 

Q.14. সম্প্রতি ভারতের বৃহত্তম পামটম কোথায় তৈরি করা হয়েছে ?

A. উত্তরাখণ্ড
B. হরিয়ানা
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়

A. উত্তরাখণ্ড

 

Q.15. সম্প্রতি কোন রাজ্য সরকার সমর্পণ পোর্টাল চালু করেছে ?

A. ওডিশা
B. হরিয়ানা
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়

B. হরিয়ানা 

রাজধানী : চন্ডীগড়
মুখ্যমন্ত্রী : মনোহর লাল খট্টর
গভর্নর : বান্দারু দত্তাত্রেয়

 

Read also :-

প্রতিদিন Bangla Current Affairs PDF আপডেট (Updated) থাকার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন Visit করুন। অথবা আমাদের ওয়েবসাইটের নিচে বেল আইকন এ ক্লিক করে STUDYMAMU কে সাবস্ক্রাইব করুন। অথবা আমাদের Web App ইনস্টল করুন। যদি আমাদের Web App ইনস্টল করার নোটিফিকেশন শো না হয় তাহলে Chrome Browser এর ওপরে থ্রী ডট এ ক্লিক করুন। তারপর ইনস্টল আপা এ ক্লিক করে আমাদের Web App ইনস্টল করুন।

Web App ইনস্টল সম্পর্ণ হলে আপনার মোবাইল এর Home স্ক্রিনে StudyMamu app এর Logo শো হবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট www.studymamu.com এ ডাইরেক্ট Visit করতে পারবেন।

Leave a reply