Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.
Daily Current Affairs Bengali PDF
(ক্যারেন্ট অ্যাফেয়ার্স )
Q.01. সম্প্রতি কোন দেশ টানা তৃতীয় বছর FATF – এর ধূসর তালিকা থেকে বেরিয়ে আসতে পারেনি ?
A. নেপাল
B. পাকিস্তান
C. বাংলাদেশ
D. এর কোনোটিই নয়
Q.02. সম্প্রতি প্রকাশিত ‘Global Pension Index 2021‘ – এ ভারতের স্থান কত ?
A. 40
B. 43
C. 32
D. এর কোনোটিই নয়
Q.03. সম্প্রতি কোন দেশের ‘মাউন্ট এসো আগনিওগিরি’ বিস্ফোরিত হয়েছে ?
A. রাশিয়া
B. ইন্দোনেশিয়া
C. জাপান
D. এর কোনোটিই নয়
Q.04. সম্প্রতি ‘আন্তর্জাতিক তুষার চিতাবাঘ দিবস’ কবে পালিত হয়েছে ?
A. 21 অক্টোবর
B. 23 অক্টোবর
C. 22 অক্টোবর
D. এর কোনোটিই নয়
Q.05. সম্প্রতি কোন দেশে ICC পুরুষদের T-20 বিশ্বকাপ 2021 অনুষ্ঠিত হবে ?
A. সংযুক্ত আরব আমিরাত
B. ওমান
C. A এবং B উভয়েই
D. এর কোনোটিই নয়
Q.06. সম্প্রতি কে সর্বোচ্চ EU মানবাধিকার পুরস্কার ‘শাখারভ পুরস্কার’ জিতেছে ?
A. নাফতালি বেনেট
B. আলেক্সি নাভালনি
C. মিখাইল মিশুস্টিন
D. এর কোনোটিই নয়
Q.07. সম্প্রতি হাইপারস্কেল ডেটা সেন্টার ‘ডাটাসমুদ্র‘ কোথায় উদ্বোধন করা হয়েছে ?
A. পুনে
B. কোচি
C. বেঙ্গালুরু
D. এর কোনোটিই নয়
Q.08. সম্প্রতি ভারত কোন দেশের হাতে ‘জয়নগর-কুর্থা ক্রস বর্ডার রেল লিঙ্ক’ তুলে দিয়েছে ?
A. মায়ানমার
B. শ্রীলংকা
C. নেপাল
D. এর কোনোটি নয়
Q.09. সম্প্রতি চীনা স্মার্টফোন ব্র্যান্ড Realme কাকে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে ?
A. দীপিকা পাডুকোন
B. কে এল রাহুল
C. নীরজ চোপড়া
D. এর কোনোটিই নয়
Q.10. সম্প্রতি DRDO কোথায় High Speed Expandable Air Target ABHYAS – এর সফল পরীক্ষা করেছে ?
A. রাজস্থান
B. অন্ধ্রপ্রদেশ
C. ওডিশা
D. এর কোনোটিই নয়
Q.11. সম্প্রতি ‘Stars in My Sky’ – বইটি কে লিখেছেন ?
A. গুলজার
B. দিব্যা দত্ত
C. মীরা মোহান্তি
D. এর কোনোটিই নয়
Q.12. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সীমান্তে অ্যাডভান্স রকেট লঞ্চার পিনাকা এবং স্মার্চ মোতায়েন করেছে ?
A. পাকিস্তান
B. চীন
C. বাংলাদেশ
D. এর কোনোটিই নয়
Read also :-
GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন
Leave a reply
You must login or register to add a new comment .