Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.
Daily Current Affairs Bengali PDF
ক্যারেন্ট অ্যাফেয়ার্স
Q.1. সম্প্রতি কোন দেশের ক্রিকেটার মইন আলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ?
A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ আফ্রিকা
C. ইংল্যান্ড
D. এর কোনোটি নয়
Q.2. সম্প্রতি কোন দেশের ফুটবলার রজার হান্ট 83 বছর বয়সে প্রয়াত হলেন ?
A. জার্মানি
B. ইংল্যান্ড
C. ব্রাজিল
D. এর কোনোটি নয়
Q.3. সম্প্রতি কোন দেশ ভারতের কোভিশিল্ড ভ্যাকসিন কে অনুমোদন করেছে ?
A. বাংলাদেশ
B. শ্রীলংকা
C. ইটালি
D. এর কোনোটি নয়
Q.4. সম্প্রতি কোন দেশ 2028 সালে চাঁদে ক্র প্রোব পাঠাতে সক্ষম একটি রকেট উৎক্ষেপণ করবে ?
A. রাশিয়া
B. জাপান
C. চীন
D. এর কোনোটিই নয়
Q.5. সম্প্রতি কোন শহরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘নির্ভায়া – এক প্যাহেল’ কর্মসূচি শুরু করেছেন ?
A. গোরখপুর
B. লখনউ
C. বারাণসী
D. এর কোনোটিই নয়
Q.6. সম্প্রতি USIBC গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হবে ?
A. শিব নাদার
B. রতন টাটা
C. বিজয় গোখলে
D. এর কোনোটিই নয়
Q.7. সম্প্রতি কে নতুন বই ‘My Life in Full: Work Family and Our Future’লিখেছেন ?
A. দেবব্রত মুখার্জি
B. ইন্দ্র নুই
C. বিজয় গোখলে
D. এর কোনোটিই নয়
Q.8. সম্প্রতি কোন মন্ত্রক প্রবীণ নাগরিকদের জন্য ভারতের প্রথম অল ইন্ডিয়া হেল্পলাইন ‘Elder Line’ চালু করেছে ?
A. শিক্ষা মন্ত্রণালয়
B. সাংস্কৃতিক মন্ত্রণালয়
C. সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
D. এর কোনোটিই নয়
Q.9. সম্প্রতি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী দিল্লিতে স্বচ্ছ সর্বেক্ষণ এর কোন সংস্করণটি চালু করেছেন ?
A. পঞ্চম
B. সপ্তম
C. অষ্টম
D. এর কোনোটি নয়
Q.10. সম্প্রতি National Basketball Association এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন ?
A. অক্ষয় কুমার
B. রণবীর সিং
C. বিরাট কোহলি
D. এর কোনোটিই নয়
Q.11. সম্প্রতি কোন প্রদেশ কংগ্রেস দলের সভাপতি নভজ্যোত সিং সিধু তার পদ থেকে পদত্যাগ করেছেন ?
A. পাঞ্জাব
B. বিহার
C. গুজরাট
D. এর কোনোটিই নয়
Q.12. সম্প্রতি নাজলা বাউডেন রোমধানে কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে ?
A. অস্ট্রিয়া
B. নামিবিয়া
C. টিউনিসিয়া
D. এর কোনোটিই নয়
Read also :-
প্রতিদিন Bangla Current Affairs PDF আপডেট (Updated) থাকার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন Visit করুন। অথবা আমাদের ওয়েবসাইটের নিচে বেল আইকন এ ক্লিক করে STUDYMAMU কে সাবস্ক্রাইব করুন। অথবা আমাদের Web App ইনস্টল করুন। যদি আমাদের Web App ইনস্টল করার নোটিফিকেশন শো না হয় তাহলে Chrome Browser এর ওপরে থ্রী ডট এ ক্লিক করুন। তারপর ইনস্টল আপা এ ক্লিক করে আমাদের Web App ইনস্টল করুন।
Web App ইনস্টল সম্পর্ণ হলে আপনার মোবাইল এর Home স্ক্রিনে StudyMamu app এর Logo শো হবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট www.studymamu.com এ ডাইরেক্ট Visit করতে পারবেন।
Leave a reply
You must login or register to add a new comment .