Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



Current Affairs Bengali PDF 19 September 2021

Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.

Daily Current Affairs Bengali PDF

ক্যারেন্ট অ্যাফেয়ার্স

Q.1. সম্প্রতি বিশ্ব রোগী সুরক্ষা দিবস কবে পালিত হয়েছে ?

A. ১৭ সেপ্টেম্বর
B. ১৫ সেপ্টেম্বর
C. ১৮ সেপ্টেম্বর
D. এর কোনোটিই নয়

A. ১৭ সেপ্টেম্বর

World Health Organisation
সদরদপ্তর : জেনেভা (সুইজারল্যান্ড)
প্রতিষ্ঠিত : ৭ এপ্রিল ১৯৪৮

 

Q.2. সম্প্রতি এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ খেতাব কে জিতেছেন ?

A. আমির সরখোশ
B. পঙ্কজ আডবাণী
C. অজিত আহুজা
D. এর কোনোটিই নয়

B. পঙ্কজ আডবাণী 

 

Q.3.সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতের UPIএবং কোন দেশে পেমেন্ট সিস্টেম PayNow কে একত্রিত করার ঘোষণা করেছে ?

A. নেপাল
B. শ্রীলংকা
C. সিঙ্গাপুর
D. এর কোনোটি

C. সিঙ্গাপুর 

রাজধানী সিঙ্গাপুর সিটি
মুদ্রা সিঙ্গাপুর ডলার
রাষ্ট্রপতি হালিমা ইয়াকোব

Reserve Bank of India
সদরদপ্তর মুম্বাই
প্রতিষ্ঠিত : ১ এপ্রিল ১৯৩৫ কলকাতা
রাজ্যপাল : শক্তিকান্ত দাস

 

Q.4.সম্প্রতি কে নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের দুটি নতুন অফিসের উদ্বোধন করেছে ?

A. নরেন্দ্র মোদি
B. রাজনাথ সিং
C. অমিত শাহ
D. এর কোনোটিই নয়

A. নরেন্দ্র মোদি 

 

Q.5.সম্প্রতি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ‘উইলো ক্রিকেট ব্যাট ‘কে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ (GI) দেওয়া হবে ?

A. মহারাষ্ট্র
B. জম্মু ও কাশ্মীর
C. বিহার
D. এর কোনোটিই নয়

B. জম্মু ও কাশ্মীর 

রাজধানী : জম্মু (শীতকালীন), শ্রীনগর (গ্রীষ্মকালীন)
লেফটেন্যান্ট গভর্নর : মনোজ সিনহা

 

Q.6.সম্প্রতি বিরাট কোহলি ক্রিকেটের কোন ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে অবসর ঘোষণা করেছেন ?

A. T-20
B. ODI
C. Test
D. এর কোনোটি নয়

A. T-20 

 

Q.7.সম্প্রতি কোন রাজ্য সরকার ধর্মীয় স্থান সম্পর্কিত জমি দখলকে আদালত অপরাধ হিসেবে ঘোষণা করেছে ?

A. গুজরাট
B. কর্ণাটক
C. তামিলনাডু
D. এর কোনোটিই নয়

C. তামিলনাডু 

রাজধানী : চেন্নাই
মুখ্যমন্ত্রী : এম. কে. স্ট্যালিন
গভর্নর : আর. এল. রবি

 

Q.8. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি ২৪ সেপ্টেম্বর কোন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া Quad Leaders Summit -এ অংশ নেবেন ?

A. হিউস্টন
B. নিউইয়র্ক
C. ওয়াশিংটন
D. এর কোনোটিই নয়

C. ওয়াশিংটন 

 

Q.9.সম্প্রতি DDCA -র নতুন লোকপাল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?

A. কিরণ গর্গ
B. ইন্দু মালহোত্রা
C. অমৃতা যোশী
D. এর কোনোটি নয়

B. ইন্দু মালহোত্রা 

Delhi & District Cricket Association
সদরদপ্তর : অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি
প্রতিষ্ঠিত : ১৮৮৩ (Affiliation – ১৯২৮)
প্রেসিডেন্ট : রোহান জেটলি
সেক্রেটারি : বিনোদ তিহারা

 

Q.10.সম্প্রতি বৈদ্যুতিক যানবাহন গ্রহণের ওপর জোর দেওয়ার জন্য কে ‘শূন্য অভিযান’ চালু করেছে ?

A. NITI Aayog
B. পরিবেশ মন্ত্রণালয়
C. কয়লা মন্ত্রণালয়
D. এর কোনোটি নয়

A. NITI Aayog

National Institution for Transforming India – Aayog
গঠিত : ১ জানুয়ারি ২০১৫
সদরদপ্তর : নয়াদিল্লি
চেয়ারপারসন : নরেন্দ্র মোদি
ভাইস চেয়ারপার্সন : রাজীব কুমার
CEO : অমিতাভ কান্ত

 

Q.11. সম্প্রতি প্রকাশিত FIFA Ranking – এ শীর্ষে রয়েছে ?

A. বেলজিয়াম
B. ইংল্যান্ড
C. ব্রাজিল
D. এর কোনোটিই নয়

A. বেলজিয়াম 

Federation International de Football Association
সদর দপ্তর : জুরিখ (সুইজারল্যান্ড)
প্রতিস্ঠিত : ২১ মে ১৯০৪
প্রেসিডেন্ট : জিয়ান্নি ইনফান্তিনো
রাজধানী : ব্রাসেলস
মুদ্রা : ইউরো
প্রধানমন্ত্রী : আলেকজান্ডার ডি ক্রো

 

Q.12. সম্প্রতিক কে আগামী তিন বছরে ৫০০০ EV চার্জিং স্টেশন নির্মাণের ঘোষণা করেছে ?

A. Reliance
B. HPCL
C. BPCL
D. এর কোনোটিই নয়

B. HPCL 

Hindustan Petroleum Corporation Limited
সদর দপ্তর : মুম্বাই
প্রতিষ্ঠিত : ১৯৭৪
চেয়ারপারসন :মুকেশ কুমার সুরানা

 

Q.13.সম্প্রতি কোন রাজ্য সরকার এই বছরও দিওয়ালির কথা মাথায় রেখে আতশবাজি নিষিদ্ধ করেছে ?

A. ওডিশা
B. দিল্লি
C. কর্ণাটক
D. এর কোনোটি নয়

B. দিল্লি 

লেফটেন্যান্ট গভর্নর : অনিল বৈজল
মুখ্যমন্ত্রী অরবিন্দ : কেজরিওয়াল

 

Q.14. সম্প্রতি শুরু ঘাসিদাস জাতীয় উদ্যানকে দেশের ৫৩ তম টাইগার রিজার্ভ করা হয়েছে এই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?

A. ছত্রিশগড়
B. রাজস্থান
C. তামিলনাডু
D. এর কোনোটি নয়

A. ছত্রিশগড় 

রাজধানী : রায়পুর
মুখ্যমন্ত্রী : ভূপেশ বাঘেল
গভর্নর : অনুসুইয়া উইকি

 

Read also :- Current Affairs in Bengali – 18 September 2021

প্রতিদিন Bangla Current Affairs PDF আপডেট (Updated) থাকার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন Visit করুন। অথবা আমাদের ওয়েবসাইটের নিচে বেল আইকন এ ক্লিক করে STUDYMAMU কে সাবস্ক্রাইব করুন। অথবা আমাদের Web App ইনস্টল করুন। যদি আমাদের Web App ইনস্টল করার নোটিফিকেশন শো না হয় তাহলে Chrome Browser এর ওপরে থ্রী ডট এ ক্লিক করুন। তারপর ইনস্টল আপা এ ক্লিক করে আমাদের Web App ইনস্টল করুন।

Web App ইনস্টল সম্পর্ণ হলে আপনার মোবাইল এর Home স্ক্রিনে StudyMamu app এর Logo শো হবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট www.studymamu.com এ ডাইরেক্ট Visit করতে পারবেন।

Leave a reply