Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



Current Affairs Bengali PDF 15 October 2021

Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.

Daily Current Affairs Bengali PDF

(ক্যারেন্ট অ্যাফেয়ার্স )

Q.1. সম্প্রতি উৎসবের সময় COVID রোধ করতে কোন মিশন চালু করা হয়েছে ?

A. মিশন রক্ষক
B. মিশন 100 দিন
C. মিশন সুরক্ষা
D. এর কোনোটিই নয়

B. মিশন 100 দিন

 

Q.2. সম্প্রতি লাল বাহাদুর শাস্ত্রী পুরস্কার কে জিতেছেন ?

A. অর্কিড কোছর
B. যোগেশ সিং
C. ডাঃ রণদীপ গুলেরিয়া
D. এর কোনোটি নয়

C. ডাঃ রণদীপ গুলেরিয়া

 

Q.3. সম্প্রতি ‘Turkish Grand Prix 2021’কে জিতেছেন ?

A. ম্যাক্স ভার্স্টাপেন
B. লুইস হ্যামিল্টন
C. ভালটেরি বোট্টাস
D. এর কোনোটিই নয়

C. ভালটেরি বোট্টাস

 

Q.4. সম্প্রতি কাকে EESL এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে ?

A. ভি. এস. নটরাজন
B. অরুণ কুমার মিশ্র
C. বি গোপাল
D. এর কোনোটিই নয়

B. অরুণ কুমার মিশ্র 

Energy Efficiency Services Limited

সদরদপ্তর : নয়াদিল্লি
প্রতিষ্ঠিত : 2009
CEO : অরুণ কুমার মিশ্র

Q.5. সম্প্রতি ভারতীয় রেল কোনদীর্ঘতম পণ্যবাহী ট্রেন চালু করেছে ?

A. ত্রিশূল
B. গরুড়
C. উপরের উভয়
D. এর কোনোটিই নয়

C. উপরের উভয়

 

Q.6. সম্প্রতি কোন ব্যাংক 6 “S” Campaign শুরু করেছে ?

A. SBI
B. PNB
C. BOB
D. এর কোনোটি নয়

B. PNB 

1. স্বাভিমান
2. সমৃদ্ধি
3. সম্পর্ক
4. শিখর
5. সংকল্প
6. স্বাগত

Punjab National Bank

প্রতিষ্ঠিত : 19 মে 1894
সদরদপ্তর : নয়াদিল্লি
CEO : এস এস মল্লিকার্জুন রাও

 

Q.7. সম্প্রতি ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবস’ কবে পালিত হয়েছে ?

A. 11 অক্টোবর
B. 12 অক্টোবর
C. 10 অক্টোবর
D. এর কোনোটিই নয়

B. 12 অক্টোবর

Arthritis Foundation

গঠন 1948
সদরদপ্তর : আটলান্টা (ইউএসএ)
President & CEO : অ্যান এম পামার

 

Q.8. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘CM Da Haisi’ উদ্যোগ শুরু করেছেন ?

A. রাজস্থান
B. মনিপুর
C. অন্ধ্রপ্রদেশ
D. এর কোনোটিই নয়

B. মনিপুর

 

Q.9. সম্প্রতি International Energy agency কোন দেশকে এজেন্সির পূর্ণ সময়ের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ?

A. ভারত
B. রাশিয়া
C. নেপাল
D. এর কোনোটিই নয়

A. ভারত 

International Energy Agency
সদরদপ্তর : প্যারিস ফ্রান্স
প্রতিষ্ঠিত : 1974
Executive Director : ফাতিহ বিরোল

 

Q.10. সম্প্রতি রাজস্থান রাজ্য সরকার বিধানসভা থেকে পাস হওয়া একটি বিল প্রত্যাহারের ঘোষণা করেছে বিলটির নাম কি ?

A. চিরঞ্জীবী স্বাস্থ্য প্রকল্প
B. বাল্যবিবাহ নিবন্ধন বিল
C. ইন্দিরা রসই বিল
D. এর কোনোটি নয়

B. বাল্যবিবাহ নিবন্ধন বিল

 

Q.11. সম্প্রতি কোন রাজ্য দেশের প্রথম রাজ্য হিসেবে মোবাইল কোর্ট ইউনিট শুরু করেছে ?

A. তেলেঙ্গানা
B. উত্তরাখণ্ড
C. উপরের উভয়
D. এর কোনোটি মেয়ে

C. উপরের উভয়

 

Q.12. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় চালকবিহীন ট্রেন উন্মোচন করেছে ?

A. জার্মানি
B. জাপান
C. রাশিয়া
D. এর কোনোটিই নয়

রাজধানী : বার্লিন
মুদ্রা : ইউরো
রাষ্ট্রপতি : ফ্রাঙ্ক-ওয়ালটন স্টেইনমেয়ার

A. জার্মানি

 

Read also :-

GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন

Download PDF

Please wait..
If the download didn’t start automatically, click here.

Leave a reply