Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.
Daily Current Affairs Bengali PDF
ক্যারেন্ট অ্যাফেয়ার্স
Q.1. সম্প্রতি জিম করবেট জাতীয় উদ্যান নাম পরিবর্তন করে রামগঙ্গা জাতীয় উদ্যান রাখা হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত ?
A. উত্তরাখণ্ড
B. উত্তর প্রদেশ
C. হিমাচল প্রদেশ
D. এর কোনোটিই নয়
Q.2. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘মিশন কবচ কুণ্ডল’ চালু করেছে ?
A. রাজস্থান
B. মহারাষ্ট্র
C. হরিয়ানা
D. এর কোনোটিই নয়
Q.3. সম্প্রতি দেশের প্রথম Vertical Lift Railway Sea Bridge কোথায় প্রস্তুত করা হচ্ছে ?
A. তামিলনাডু
B. কেরালা
C. কর্ণাটক
D. এর কোনোটি নয়
Q.4. সম্প্রতি মিস ওয়ার্ল্ড আমেরিকা জয়ী প্রথম ভারতীয় আমেরিকান কে হয়েছেন ?
A. শ্রী সাইনি
B. হরনাজ সিন্ধু
C. সুমন রাও
D. এর কোনোটিই নয়
Q.5. সম্প্রতি জলবায়ু সম্পর্কিত আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী কে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ?
A. সুকুরো মানাবে
B. ক্লিস হ্যাসেলম্যান
C. জর্জিও পারিসি
D. উপরের সব কটি
Q.6. সম্প্রতি প্রকাশিত Henley Passport Index কোন দেশ শীর্ষে রয়েছে ?
A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ কোরিয়া
C. জাপান এবং সিঙ্গাপুর
D. এর কোনোটিই নয়
Q.7. সম্প্রতি ‘ভারতীয় বায়ুসেনা দিবস‘ কবে পালিত হয়েছে ?
A. 07 অক্টোবর
B. 08 অক্টোবর
C. 06 অক্টোবর
D. এর কোনোটিই নয়
Indian Air Force
প্রতিষ্ঠিত 8 অক্টোবর 1932
সদর দপ্তর নয়াদিল্লি
প্রধান বিবেক রাম চৌধুরী
Motto : Touch the Sky with Glory
Q.8. সম্প্রতি বিশ্ব বিখ্যাত মহীশূর দশেরা উৎসবের উদ্বোধন কোথায় হয়েছে ?
A. তামিলনাডু
B. কর্ণাটক
C. অন্ধ্রপ্রদেশ
D. এর কোনোটি নয়
Q.9. সম্প্রতি কোন রাজ্যে ‘এডিওর লঙ্কা এবং কুট্টিয়াতুর আম‘ কে GI ট্যাগ দেওয়া হয়েছে ?
A. রাজস্থান
B. কেরালা
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়
Q.10. সম্প্রতি ভারত কোশি করিডর বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন কোন দেশের হাতে তুলে দিয়েছে ?
A. বাংলাদেশ
B. নেপাল
C. চীন
D. এর কোনোটিই নয়
Q.11. সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত জেলায় মাদক বিরোধী সেল স্থাপনের ঘোষণা করেছে ?
A. হরিয়ানা
B. মহারাষ্ট্র
C. উত্তর প্রদেশ
D. এর কোনোটিই নয়
Q.12. সম্প্রতি ভারত এবং কোন দেশ উত্তরাখণ্ডে ‘আজেয় যোদ্ধা‘ অনুশীলন শুরু করার ঘোষণা করেছে ?
A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ কোরিয়া
C. ব্রিটেন
D. এর কোনোটিই নয়
Read also :-
GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন
Leave a reply
You must login or register to add a new comment .