Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



Current Affairs Bengali PDF 1 October 2021

Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.

Daily Current Affairs Bengali PDF

ক্যারেন্ট অ্যাফেয়ার্স 

Q.1. সম্প্রতি বিশ্ব হৃদয় দিবস কবে পালিত হয়েছে ?

A. 28 সেপ্টেম্বর
B. 29 সেপ্টেম্বর
C. 27 সেপ্টেম্বর
D. এর কোনোটিই নয়

B. 29 সেপ্টেম্বর 

World Health Organization
সদর দপ্তর : জেনেভা (সুইজারল্যান্ড)
প্রতিষ্ঠিত : 7 এপ্রিল 1948
Head : টেড্রোস আধানম গিব্রেরিয়াস

World Heart Federation
প্রতিষ্ঠিত : 1998
সদর দপ্তর : জেনেভা (সুইজারল্যান্ড)
প্রেসিডেন্ট : প্রফেসর ফাউস্টো পিন্টো

 

Q.2. সম্প্রতি গ্লোবাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2021 এ কাকে সম্মানিত করা হয়েছে ?

A. দেবব্রত মুখার্জি
B. দীনেশ শাহরা
C. বিজয় গোখলে
D. এর কোনোটিই নয়

B. দীনেশ শাহরা 

 

Q.3. সম্প্রতি ‘আন্তর্জাতিক অনুবাদ দিবস’ কবে পালিত হয়েছে ?

A. 29 সেপ্টেম্বর
B. 30 সেপ্টেম্বর
C. 28 সেপ্টেম্বর
D. এর কোনোটি নয়

B. 30 সেপ্টেম্বর 

Theme : United in Translation

The United Nations Educational Scientific and Cultural Organization
প্রতিষ্ঠিত : 16 নভেম্বর 1945
সদরদপ্তর : প্যারিস (ফ্রান্স)
ডাইরেক্টর জেনারেল : অড্রে আজোলে

International Federation of Translators
প্রতিষ্ঠিত 1953
সদরদপ্তর : আমস্টারডাম (নেদারল্যান্ড)
প্রেসিডেন্ট : কেভিন কুইর্ক

International Maritime Organization
সদরদপ্তর : লন্ডন (UK)
প্রতিষ্ঠিত : 17 মার্চ 1948
মহাসচিব : কিটাক লিম

 

Q.4. সম্প্রতি T20 বিশ্বকাপের থিম অ্যা অ্যান্থেম কে চালু করেছেন

A. FIH
B. BCCI
C. ICC
D. এর কোনোটিই নয়

C. ICC 

‘Live The Game’ গানটি রচনা করেছেন বলিউড সংগীত পরিচালক অমিত ত্রিবেদী।

International Cricket Council
সদরদপ্তর : দুবাই (UAE)
প্রতিষ্ঠিত : 15 জুন 1909
চেয়ারম্যান : গ্ৰেগ বার্কলে
CEO : জিওফ অ্যালারডীজ (Interim)

 

Q.5. সম্প্রতি NABARD কোন রাজ্যে চমরী গাই পালনের জন্য ঋণ প্রকল্প অনুমোদন করেছে ?

A. রাজস্থান
B. অন্ধ্রপ্রদেশ
C. অরুণাচল প্রদেশ
D. এর কোনোটিই নয়

C. অরুণাচল প্রদেশ 

National Bank for Agriculture and Rural Development
প্রতিষ্ঠিত : 12 জুলাই 1982
সদরদপ্তর : মুম্বাই
চেয়ারপারসন : গোবিন্দ রাজু চিন্তলা

রাজধানী : ইটানগর
মুখ্যমন্ত্রী : প্রেমা খান্ডু
গভর্নর : বি ডি মিশ্র

 

Q.6. সম্প্রতি কে সফলভাবে রেথিওন হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করেছেন ?

A. আমেরিকা
B. আইসল্যান্ড
C. নিউজিল্যান্ড
D. এর কোনোটি নয়

A. আমেরিকা 

রাজধানী : ওয়াশিংটন ডি.সি
প্রেসিডেন্ট : জো বাইডেন
ভাইস প্রেসিডেন্ট : কমলা হ্যারিস

 

Q.7. সম্প্রতি ফুমিও কিশিদা কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন ?

A. সিঙ্গাপুর
B. দক্ষিণ কোরিয়া
C. জাপান
D. এর কোনোটি নয়

C. জাপান 

রাজধানী : টোকিও
মুদ্রা : জাপানি ইয়েন

 

Q.8. সম্প্রতি ‘তাই-আহোম এবং মাতাক’ সম্প্রদায় কোন রাজ্যে তপশিলি উপজাতি (ST) মর্যাদা দাবি করেছে ?

A. ওডিশা
B. আসাম
C. অন্ধ্রপ্রদেশ
D. এর কোনোটিই নয়

B. আসাম

রাজধানী : দিসপুর
মুখ্যমন্ত্রী : হিমন্ত বিশ্ব শর্মা
গভর্নর : জগদীশ মুখী

 

Q.9. সম্প্রতি কে NIDHI (National Integrated Database of Hospitality Industry) 2.0 প্রকল্পের উদ্বোধন করেছেন ?

A. নরেন্দ্র মোদি
B. ওম বিড়লা
C. রাজনাথ সিং
D. এর কোনোটিই নয়

B. ওম বিড়লা 

 

Q.10. সম্প্রতি বজরাকে কোন রাজ্যের ভবন্তর ভরপাই যোজনার আওতায় অন্তর্ভুক্ত করা হবে ?

A. হরিয়ানা
B. রাজস্থান
C. উত্তর প্রদেশ
D. এর কোনোটি নয়

A. হরিয়ানা 

রাজধানী : চন্ডিগড়
মুখ্যমন্ত্রী : মনোহর লাল খাট্টর
গভর্নর : বান্দারু দত্তাত্রেয়

 

Q.11. সম্প্রতি প্রকাশিত IIFL Hurun India Rich List 2021 -এ কে শীর্ষে রয়েছেন ?

A. গৌতম আদানি
B. মুকেশ আম্বানি
C. শিব নাদার
D. এর কোনোটিই নয়

B. মুকেশ আম্বানি 

 

Q.12. সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘মিড ডে মিল স্কিম’ এর নাম পরিবর্তন করে কি করেছে ?

A. পোসান মিল
B. প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প
C. ভোজ পোসান
D. এর কোনোটিই নয়

B. প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প 

 

Read also :-

প্রতিদিন Bangla Current Affairs PDF আপডেট (Updated) থাকার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন Visit করুন। অথবা আমাদের ওয়েবসাইটের নিচে বেল আইকন এ ক্লিক করে STUDYMAMU কে সাবস্ক্রাইব করুন। অথবা আমাদের Web App ইনস্টল করুন। যদি আমাদের Web App ইনস্টল করার নোটিফিকেশন শো না হয় তাহলে Chrome Browser এর ওপরে থ্রী ডট এ ক্লিক করুন। তারপর ইনস্টল আপা এ ক্লিক করে আমাদের Web App ইনস্টল করুন।

Web App ইনস্টল সম্পর্ণ হলে আপনার মোবাইল এর Home স্ক্রিনে StudyMamu app এর Logo শো হবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট www.studymamu.com এ ডাইরেক্ট Visit করতে পারবেন।

Download PDF

Please wait..
If the download didn’t start automatically, click here.

Leave a reply