Studymamu এর GK Bengali (জি. কে. বাংলা) বিভাগে আপনাকে স্বাগতম। Chemistry GK in Bengali (রসায়ন সাধারণ জ্ঞান) WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রি জিকে সেট যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Chemistry General Knowledge
Chemistry GK in Bengali SET 3
21. নিচের কোনটি নোবল গ্যাস নয়?
A. আর্গন
B. রেডন
C. নিয়ন
D. হাইড্রোজেন
22. দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়?
A. সিলভার নাইট্রেট
B. জিংক নাইট্রেট
C. সিলভার অক্সাইড
D. পিচব্লেন্ড
23. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি?
A. পারদ
B. LPG
C. শুষ্ক বরফ
D. প্লাজমা
24. নিচের কোনটিতে আগুন সহজে লাগে না বা আগুন ছড়ায় না?
A. তুলো বা সুতি
B. নাইলন
C. টেরিকট
D. পলিয়েস্টার
25. LPG এর প্রধান উপাদান হলো?
A. বিউটেন ও প্রোপেন
B. প্রোপেন ও মিথেন
C. মিথেন ও ইথেন
D. ইথেন ও বিউটেন
26. কুয়াশা হলো
A. গ্যাসে গ্যাসের দ্রবণ
B. গ্যাসে কঠিনের দ্রবণ
C. গ্যাসীয় তরলের দ্রবণ
D. কোনোটিই নয়
27. চশমাই যে অজৈব যৌগ টির ব্যবহৃত হয় –
A. সাদা ফসফরাস
B. লাইম সিলিকেট
C. লাল ফসফরাস
D. লেড পটাশ সিলিকেট
28. ফ্রিজে হিমায়ক রূপে ব্যবহৃত হয়?
A. ফ্রিয়ন
B. মিথেন
C. ক্লোরিন
D. ট্রাইনাইট্রোগ্লিসারিন
29. নিম্নলিখিত কোনটির মিশ্রণে ওয়াটার গ্যাস তৈরি হয়?
A. CO + H2
B. H2 + N2
C. CO + N2
D. CO2 + H
30. ___ হল একটি উত্তম দ্রাবক।
A. অ্যালকোহল
B. জল
C. কার্বন ডাই অক্সাইড
D. ইথার
Leave a reply
You must login or register to add a new comment .