Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



Chemistry GK in Bengali SET 2 Free PDF Download

Studymamu এর GK Bengali (জি. কে. বাংলা) বিভাগে আপনাকে স্বাগতম। Chemistry GK in Bengali (রসায়ন সাধারণ জ্ঞান) WBPSC, SSC, Railways Group D, WBP  এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রি জিকে সেট যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

Chemistry General Knowledge

Chemistry GK in Bengali SET 2

Q.11. STP- তে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত ?

A. 22.4 সিমি³
B. 22.4 লিটার
C. 16 লিটার
D. এর কোনোটিই নয়

B. 22.4 লিটার

 

Q.12. হাইড্রোজেন বোমা যে ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয় ?

A. নিউক্লিয় সংযোজন
B. নিউক্লিয় বিভাজন
C. স্প্যালেশন বিক্রিয়া
D. এর কোনোটিই নয়

A. নিউক্লিয় সংযোজন

 

Q.13. সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই প্রকৃতির, কারণ ?

A. সমসংখ্যক প্রোটন
B. সমসংখ্যক নিউট্রন
C. সমান ভরসংখ্যা
D. এর কোনোটিই নয়

A. সমসংখ্যক প্রোটন

 

Q.14. তাপগতিবিদ্যার মূল বিষয় হলো ?

A. তাপের স্থানান্তরণ
B. অবস্থার পরিবর্তন
C. তাপের পরিমাণ নির্ণয়
D. তাপ শক্তির কোন শক্তিতে রূপান্তর

D. তাপ শক্তির কোন শক্তিতে রূপান্তর

 

Q.15. দস্তার ছিবড়ার সঙ্গে কোনটিকে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যায় ?

A. সালফিউরিক অ্যাসিড
B. হাইড্রোক্লোরিক অ্যাসিড
C. নাইট্রিক অ্যাসিড
D. অ্যাসিটিক অ্যাসিড

A. সালফিউরিক অ্যাসিড

 

Q.16. মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ?

A. সালফিউরিক অ্যাসিড
B. নাইট্রিক অ্যাসিড
C. হাইড্রোক্লোরিক অ্যাসিড
D. কোনোটিই নয়

C. হাইড্রোক্লোরিক অ্যাসিড

 

Q.17. সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কি হবে ?

A. হলুদ
B. লাল
C. নীল
D. কমলা

A. হলুদ

 

Q.18. পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয় ?

A. ফরম্যালিন
B. ফরমিক অ্যাসিড
C. ফরম্যালডিহাইড
D. ফসফিন

B. ফরমিক অ্যাসিড

 

Q.19. ম্যাগনেসিয়াম এর একটি আকরিক হল ?

A. জিপসাম
B. ম্যাগনেটাইট
C. ক্যালামাইন
D. ডলোমাইট

D. ডলোমাইট

 

Q.20. নিচের কোনটির জলে অস্থায়ী খরতা সৃষ্টি করে না ?

A. ক্যালসিয়াম কার্বনেট
B. ম্যাগনেসিয়াম কার্বনেট
C. ক্যালসিয়াম সালফেট
D. এর কোনোটিই নয়

C. ক্যালসিয়াম সালফেট

 

Leave a reply