পশ্চিমবঙ্গের কৃষির বৈশিষ্ট্য
পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। এই জলবায়ু সহ পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক ও আর্থিক ব্যবস্থা এখানকার কৃষির প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করে। এর ফলে এই রাজ্যের কৃষির কতকগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে , যেমন—
মৌসুমি বৃষ্টিপাত নির্ভর কৃষিকাজ
বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে এই রাজ্যের অধিকাংশ জমিতে কৃষিকাজ করা হয়। এই সময়ের উৎপাদিত ফসল সমূহকে খারিফ ফসল বলে। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট শীতল ও শুষ্ক আবহাওয়ায় রাজ্যের বহু জায়গায় ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে গম , সরষে , যব প্রভৃতি রবি শস্যের চাষ করা হয় ও মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তার কারণে কোনো কোনো বছর শস্য চাষও অনিশ্চিত হয়ে পড়ে।
প্রগাঢ় কৃষির প্রাধান্য
পশ্চিমবঙ্গে জমির ওপর জনসংখ্যার চাপ বেশি বলে এখানে অল্প জমিতে অধিক শ্রমের বিনিময়ে অধিক ফসল উৎপাদন করা হয়।
জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি
পশ্চিমবঙ্গে অধিকাংশ কৃষিজ ফসলের চাষ করা হয় প্রধানত রাজ্যের চাহিদা পূরণের জন্য , রপ্তানি করে অর্থ উপার্জনের জন্য নয়।
খাদ্যশস্য , বিশেষত ধান চাষে প্রাধান্য
অত্যন্ত জনবহুল বলে পশ্চিবঙ্গের অধিকাংশ কৃষিজমিতে খাদ্যশস্যের চাষ করা হয়। রাজ্যের অধিবাসীদের প্রধান খাদ্য ভাত বলে খাদ্যশস্যের মধ্যে ধানের চাষ সবচেয়ে বেশি হয়।
শীতকালে আলু ও বোরো ধান চাষের গুরুত্ব বৃদ্ধি
বিগত কয়েক দশকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে শীতকালীন কৃষিজ ফসল হিসেবে আলু ও বোরো ধান চাষের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এই দুই ফসল উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জিত হওয়ার ফলে এদের গুরুত্বও অনেক বৃদ্ধি পেয়েছে।
অর্থকরী ফসলের চাষ
খাদ্যশস্য ছাড়াও পশ্চিমবঙ্গের কৃষিতে পাট , চা , তামাক , কাজুবাদাম , রেশম , পান প্রভৃতি অর্থকরী ফসলের বিশেষ গুরুত্ব রয়েছে। এই ফসলগুলির মধ্যে পাট ও চা চাষের ভূমিকা সবচেয়ে বেশি।
গবাদিপশু ও হাঁস মুরগি পালন
মাছ , মাংস , দুধ , ডিম প্রভৃতি প্রোটিন সমৃদ্ধ খাদ্যের চাহিদা পূরণের জন্য ফসল উৎপাদনের পাশাপাশি রাজ্যের অধিকাংশ কৃষক পরিবারেই মৎস্য চাষ এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করা হয়।
সবুজ বিপ্লবের আভাস
পাঞ্জাব-হরিয়ানার মতো পশ্চিমবঙ্গেরও কতকগুলি অঞ্চলে আধুনিক পদ্ধতিতে চাষ করার ফলে ফসল উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং এই অবস্থা রাজ্যের বিভিন্ন অংশে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে।
Read More
- পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণিবিভাগ আলোচনা করো।
- বায়ুর উষ্ণতা ও চাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
- বায়ুর চাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো।
- পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির চিত্রসহ আলোচনা করো।
- বায়ুমণ্ডলের উপাদান হিসেবে ধূলিকণা ও জলীয়বাষ্পের গুরুত্ব আলোচনা করো।
- পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব লেখো।
- পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য সমূহের বিবরণ দাও।
- অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব আলোচনা করো।
- পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এর পরিচয় দাও।
Leave a reply
You must login or register to add a new comment .