প্রাচীন ভারতের ইতিহাস জানতে লিপির গুরুত্ব অপরিসীম। লিপি থেকে সাল-তারিখ, ভাষা, প্রশাসনিক, রীতিনীতি, ধর্ম, শিল্প, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি ও রাজনীতির নানা দিক জানা যায়। অশোকের শিলালিপি ও কলিঙ্গলিপি থেকে তার শাসন, ধর্মনীতি ইত্যাদি জানা যায়। একইভাবে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, দ্বিতীয় পুলকেশির আইহোল প্রশস্তি, খারবেলের হাতিগুম্ফা শিলালিপি ইত্যাদি থেকে প্রাচীনকালে ঐ সময়কার ইতিহাস জানা যায়। তখন কোনো লিখিত ইতিহাস ছিল না বলে লিপির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
Answer ( 1 )
প্রাচীন ভারতের ইতিহাস জানতে লিপির গুরুত্ব অপরিসীম। লিপি থেকে সাল-তারিখ, ভাষা, প্রশাসনিক, রীতিনীতি, ধর্ম, শিল্প, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি ও রাজনীতির নানা দিক জানা যায়। অশোকের শিলালিপি ও কলিঙ্গলিপি থেকে তার শাসন, ধর্মনীতি ইত্যাদি জানা যায়। একইভাবে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, দ্বিতীয় পুলকেশির আইহোল প্রশস্তি, খারবেলের হাতিগুম্ফা শিলালিপি ইত্যাদি থেকে প্রাচীনকালে ঐ সময়কার ইতিহাস জানা যায়। তখন কোনো লিখিত ইতিহাস ছিল না বলে লিপির ওপর গুরুত্ব আরোপ করা হয়।