জৈন ধর্মের পঞ্চমহাব্রত কি?

Question

Answer ( 1 )

    1
    2023-01-19T19:47:52+05:30

    জৈন ধর্মের মূল কথা হলো অহিংসা। পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যাম নীতি যথা – (১) অহিংসা (২) সত্য (৩) অচৌর্য (চুরি না করা) ও (৪) অপরিগ্রহ (বিষয় সম্পত্তি থেকে মুক্ত থাকা) এবং মহাবীর প্রবর্তিত (৫) ব্রহ্মচর্য মোট এই পাঁচটি নীতিকেই একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয় যা জৈন ধর্মের মূলভিত্তি।

    Best answer

Leave an answer