সাধারণত প্রশাসনিক কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র বা কোনও মন্দির ও তীর্থস্থানকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামগুলির উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের উপর নির্ভর করে কোনো কোনো স্থানে নগর গড়ে ওঠে। পরবর্তী বৈদিক যুগে (খ্রিস্টপূর্ব ১০০০ থেকে খৃষ্টপূর্ব ৬০০ অব্দ) স্থায়ী কৃষিভিত্তিক অর্থনীতির সূচনা হয় ও আর্যরা উর্বর মধ্য গাঙ্গেয় উপত্যকার ছড়িয়ে পড়তে থাকে। উর্বর জমি ও লোহার হাতিয়ারের ব্যবহারের সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় তার ফলে নগরের উত্থান ঘটে।
Answer ( 1 )
সাধারণত প্রশাসনিক কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র বা কোনও মন্দির ও তীর্থস্থানকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামগুলির উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের উপর নির্ভর করে কোনো কোনো স্থানে নগর গড়ে ওঠে। পরবর্তী বৈদিক যুগে (খ্রিস্টপূর্ব ১০০০ থেকে খৃষ্টপূর্ব ৬০০ অব্দ) স্থায়ী কৃষিভিত্তিক অর্থনীতির সূচনা হয় ও আর্যরা উর্বর মধ্য গাঙ্গেয় উপত্যকার ছড়িয়ে পড়তে থাকে। উর্বর জমি ও লোহার হাতিয়ারের ব্যবহারের সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় তার ফলে নগরের উত্থান ঘটে।