কর্মফল ও জন্মান্তর এর ফলে সুখ-দুঃখ, উত্থানপতন, আশা-নিরাশা চক্রাকারে মানুষের জীবনে আসে। এর ফলে মানুষ চিরমুক্তি পেতে পারে না। এই মুক্তির জন্য মহাবীর সৎ-জ্ঞান, সৎ-আচারণ ও সৎ-বিশ্বাস এর ওপর নির্ভর করতে বলেছেন। এই তিনটি নীতিকে একত্রে ত্রিরত্ন বলা হয়। এই তিনটি নীতিকে কেহ যদি মান্য করে তবে মানুষ পরম আনন্দ লাভ করতে পারবে এবং আত্মার চরম মুক্তি আসবে। এই কারণেই ত্রি-রত্নকে ‘সিদ্ধশিল’ বলা হয়।
Answer ( 1 )
কর্মফল ও জন্মান্তর এর ফলে সুখ-দুঃখ, উত্থানপতন, আশা-নিরাশা চক্রাকারে মানুষের জীবনে আসে। এর ফলে মানুষ চিরমুক্তি পেতে পারে না। এই মুক্তির জন্য মহাবীর সৎ-জ্ঞান, সৎ-আচারণ ও সৎ-বিশ্বাস এর ওপর নির্ভর করতে বলেছেন। এই তিনটি নীতিকে একত্রে ত্রিরত্ন বলা হয়। এই তিনটি নীতিকে কেহ যদি মান্য করে তবে মানুষ পরম আনন্দ লাভ করতে পারবে এবং আত্মার চরম মুক্তি আসবে। এই কারণেই ত্রি-রত্নকে ‘সিদ্ধশিল’ বলা হয়।