ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝো?

Question

Answer ( 1 )

    0
    2023-01-15T18:37:18+05:30

    খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক মানচিত্রের 16 টি রাষ্ট্রের উল্লেখ পাওয়া যায়। এগুলি হল অঙ্গ, মগধ, কাশী, কোশল, বৃজি, মল্ল, বৎস, চেরী, কুরু, পাঞ্চাল, শূরসেন, অস্মক, অবন্তী, মৎস, গান্ধার এবং কম্বোজ এদের মধ্যে বৃজি ও মল্ল গণতান্ত্রিক শাসন এবং অপরগুলিতে রাজতান্ত্রিক শাসন প্রচলিত ছিল। এই ১৬ টি রাজ্যকে এই ষোড়শ মহাজনপদ বলা হয়।

    Best answer

Leave an answer