চিনের জেলা শাসককে কী বলা হত?

Question

Answer ( 1 )

    0
    2022-12-07T19:03:55+05:30

    প্রিফেকচারগুলি ১৫০০ জেলায় বিভক্ত ছিল। জেলাগুলোকে শাসন করতেন জেলাশাসক । চিনা সাম্রাজ্যের তিনিই ছিলেন প্রকৃত প্রশাসনিক আধিকারীক। তাঁদেরকে বলা হত ‘ফু-সু-কুয়ান’ বা Father-Mother Official.। কেন্দ্র সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র রক্ষা করতেন জেলাশাসক।

    Best answer

Leave an answer