হুগলি শিল্পাঞ্চলের প্রধান তিনটি সমস্যা
(১) হুগলি নদীর নাব্যতা হ্রাস ও কলকাতা বন্দরের সমস্যা
হুগলি নদী মজে আসার দরুন কলকাতা বন্দরে কাঁচামাল আমদানি ও উৎপাদিত দ্রব্য বিদেশে পাঠাবার উপযুক্ত বড়ো বড়ো জাহাজের প্রবেশের অসুবিধা হয়।
(২) সেকেলে উৎপাদিত দ্রব্য
এই শিল্পাঞ্চলে উৎপাদিত পাট ও সেকেলে ধরনের মামুলি ইঞ্জিনিয়ারিং কাগজ ও বস্ত্রশিল্পে উৎপাদিত শিল্পসামগ্রীর চাহিদা ও সম্ভাবনা যুগের পরিবর্তনের সাথে সাথে কমে এসেছে।
(৩) এই শিল্পাঞ্চলে মূলধন বিনিয়োগ শিল্পপতিতের অনীহা
এই অঞ্চলে মূলধন বিনিয়োগে শিল্পপতিদের অনীহা।
[maxbutton id=”1″ text=”Download Note PDF” url=”https://sub2unlock.xyz/8499″ linktitle=”tooltip” window=”new” nofollow=”true”]
Leave a reply
You must login or register to add a new comment .