ভারতে কেন উত্তোলিত মোট খনিজ সম্পদের প্রায় ৪০% খনিজ পদার্থ ছোটনাগপুর অঞ্চল থেকে পাওয়া যায়। ভারতের মোট তাম্র, কোক কয়লা, অ্যাপাটাইট ও কায়ানাইট (৯৫%) উৎপাদনের প্রায় সবটাই ছোটনাগপুর অঞ্চলের দান। এছাড়া ইউরেনিয়াম, কয়লা (৫০%), অভ্র (ভারতের ৫০%), বক্সাইট, চীনামাটি, ম্যাঙ্গানীজ (ভারতের ৬০%) ও আকরিক লৌহের (১৫%) ক্ষেত্রেও ছোটনাগপুর অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই ছোটনাগপুর অঞ্চলকে “ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার” বলা হয়।
ছোটনাগপুরের খনি অঞ্চল
(১) কয়লা
ঝরিয়া (ভারতের শ্রেষ্ঠ কয়লাখনি), ধানবাদ, বোকারো, উত্তর ও দক্ষিণ করণপুরা, রামগড়, দেওঘর, আওরং, হুটার, ডালটনগঞ্জ, গিরিডি প্রভৃতি হল ছোটনাগপুর অঞ্চলের উল্লেখযোগ্য কয়লাখনি। ভারতের বিভিন্ন খনি থেকে প্রতিবছর যে পরিমাণ কয়লা উত্তোলিত হয় তার প্রায় অর্ধেকটাই (৫০%) ছোটনাগপুরের কয়লা খনি অঞ্চল থেকে পাওয়া যায়।
(২) শৌহ আকরিক
ছোটনাগপুর অঞ্চলের অন্তর্গত ঝাড়খণ্ডের সিংভূম জেলার : (১) চিরিয়া, (২) গুয়া, (৩) বুদাবুরু, (৪) নোয়ামুণ্ডি, (৫) পানশিরবরু, (৬) কোটামাটিবরু প্রভৃতি খনি থেকে উৎকৃষ্ট হেমাটাইট জাতীয় লৌহ পাওয়া যায় (ভারতের প্রায় ১৫%)।
(৩) চুনাপাথর
ইতস্ততভাবে ছোটনাগপুরের পালমৌ, হাজারীবাগ, রাঁচী, সিংভূম জেলা এবং পুরুলিয়ার ঝালদা অঞ্চলে চুনা পাথরের খনি ছড়িয়ে রয়েছে।
(৪) অভ্র
ভারতের মোট অভ্র উৎপাদনের প্রায় ৪৬.৬% অভ্র ছোটনাগপুর মালভূমির কোডার্মা, গিরিডি ও মানভূম জেলার পৃথিবী শ্রেষ্ঠ অবলয় থেকে পাওয়া যায়।
(৫) তামা
ভারতের প্রায় ৫০% তামা ছোটনাগপুর অঞ্চলের চক্রধরপুর, দুয়ারপুরম, খারসওয়ান, তুরান্ডি, রাখা, মুসাবনী, ধোবানি প্রভৃতি অঞ্চল থেকে পাওয়া যায়।
(৬) বক্সাইট
ভারতের প্রায় ৫০% বক্সাইট ছোটনাগপুর অঞ্চলের লোহারডাগা, রাচী, পালামৌ প্রভৃতি অঞ্চলে পাওয়া যায়।
(৭) ম্যাঙ্গানীজ
ছোটনাগপুর অঞ্চলের (১) কালাহান, (২) চাইবাসা এবং (৩) সিংভূম অঞ্চলে ম্যাঙ্গানীজ পাওয়া যায়।
(৮) ইউরেনিয়াম
ইউরেনিয়াম পারমাণবিক শক্তি উৎপাদনের উপযোগী একটি অতি মূল্যবান খনিজ। জামসেদপুরের নিকটবর্তী যাদুগুড়া খনি থেকে ইউরেনিয়াম আকরিক সমৃদ্ধ শিলা উত্তোলন করে,রেল যোগেবোম্বাই অঞ্চলের কারখানায় ইউরেনিয়াম নিষ্কাশণের জন্য প্রেরণ করা হয়।
(৯) ছোটনাগপুরের অন্যান্য খনিজ সম্পদ
ছোটনাগপুরে প্রাপ্ত অন্যান্য খনিজগুলির মধ্যে অ্যামাটাইট, অ্যাসবেস্টস, ক্রোমাইট, কায়ানাইট প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলি সিংভূম জেলার বিভিন্ন খনিতে পাওয়া যায়।
[maxbutton id=”1″ text=”Download Note PDF” url=”https://sub2unlock.xyz/e3b7″ linktitle=”tooltip” window=”new” nofollow=”true”]
Leave a reply
You must login or register to add a new comment .