চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ক্ষেত্রে কোম্পানির উদ্দেশ্য
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পিছনে কোম্পানির কয়েকটি উদ্দেশ্য লক্ষ করা যায়।
প্রথমত
অষ্টাদশ শতকের শেষ দিক থেকে কোম্পানির শাসনাধীন বিভিন্ন অঞ্চলে কৃষক বিদ্রোহ দেখা দেয়। লর্ড কর্নওয়ালিশ মনে করতেন যে জমিদারশ্রেণির ইন্ধনেই কৃষক বিদ্রোহ সংগঠিত হচ্ছে। তাই তিনি জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করে তাদের সরকারের অনুগত শ্রেণিতে পরিণত করার পদ্ধতি গ্রহণ করেন।
দ্বিতীয়ত
পূর্বে প্রবর্তিত বিভিন্ন ধরনের ভূমিরাজস্ব নীতি থেকে কোম্পানির নির্দিষ্ট কোনো আয় ছিল না। কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা প্রতি বছর কোম্পানির আয় সুনির্দিষ্ট করার ব্যবস্থা করেন যাতে কোম্পানির বাজেট তৈরিতে সুবিধা হয়।
তৃতীয়ত
কর্নওয়ালিশ ইংল্যান্ডের ভূমিরাজস্ব নীতিকে লক্ষ করে মনে করেছিলেন যে জমিদারদের জমির স্থায়ী স্বত্ব দিলে তারা স্বতঃপ্রণোদিতভাবে জমিতে বিনিয়োগ করবে ও রায়তদের জমির পাট্টা প্রদান করবে। ফলে কৃষি-অর্থনীতির উন্নতি ঘটবে।
Leave a reply
You must login or register to add a new comment .