Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

কী কী কারণে পারাদ্বীপ বন্দর গড়ে উঠেছে? এই বন্দরের পশ্চাদভূমি কতদূর বিস্তৃত এবং এর প্রধান রপ্তানি ও আমদানি দ্রব্যের নাম কর।

ওড়িশার পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পারাদ্বীপ একটি সমুদ্র বন্দর।

(১) ভগ্ন উপকূল, (২) গভীর জলরাশি, (৩) উপযুক্ত আবহাওয়া, (৪) সড়ক ও রেলপথে যোগাযোগের সুব্যবস্থা, (৫) শ্রমিকের সুলভ সরবরাহ প্রভৃতি প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণে বন্দরটি উন্নতিলাভ করছে। এখানে প্রায় সারাবছরই বন্দরের কাজকর্ম চালানো সম্ভব। জলের গভীরতা বেশি হওয়ায় এখানে যে কোন ধরনের জাহাজ চলাচল করতে পারে।

পশ্চাদভূমি

ওড়িশা, বিহারের দক্ষিণাংশ ও ছত্তিশগড় পারাদ্বীপ বন্দরের পশ্চাদভূমির অন্তর্গত। বন্দরটি রেল ও সড়কপথে পশ্চাদভূমির সঙ্গে সংযুক্ত।

আমদানি ও রপ্তানি দ্রব্য

মার্মাগাঁও-এর মতো এই বন্দরটিও প্রধানত রপ্তানি বন্দর এবং এখানকার প্রধান রপ্তানি দ্রব্য লৌহ আকরিক। অন্যান্য রপ্তানি দ্রব্যের মধ্যে কয়লা ও কাঠ উল্লেখযোগ্য।

Leave a reply