গোয়া রাজ্যের পশ্চিমে কোঙ্কন উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত মার্মাগাঁও একটি উন্নতশীল সমুদ্র বন্দর।
পশ্চাদভূমি
গোয়া, মহারাষ্ট্রের দক্ষিণাংশ ও কর্ণাটকের উত্তর-পশ্চিমাংশ এই বন্দরটির পশ্চাভূমির অন্তর্গত।
আমদানি-রপ্তানি বাণিজ্য
মার্মাগাঁও প্রধানত রপ্তানিকারক বন্দর এবং এখান থেকে ভারতের অধিকাংশ (৯৫%) লৌহ আকরিক বিদেশে রপ্তানি করা হয়। এই বন্দরের অন্যান্য রপ্তানি দ্রব্যের মধ্যে ম্যাঙ্গানীজ, চিনাবাদাম ও কার্পাস উল্লেখযোগ্য। এই বন্দরের আমদানিকৃত বিভিন্ন পণ্যের মধ্যে যন্ত্রপাতি, তৈলজাত দ্রব্য, অশোধিত তৈল এবং রাসায়নিক দ্রব্য প্রধান। রপ্তানি বাণিজ্যে মার্মাগাঁও-এর স্থান ভারতের বন্দরগুলির মধ্যে সর্বোচ্চ।
Leave a reply
You must login or register to add a new comment .